ব্যবসায় কোনও গুণী ব্যক্তির সহায়তা লাভে উন্নতি। নববিবাহিতেরা কোনও আনন্দদায়ক সংবাদ পাবেন।
পেশার ক্ষেত্রে কোনও নতুন যোগাযোগ লাভবান করবে। অকারণে অপরের নিন্দা করে সমস্যায় পড়তে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে একটু অশান্তির যোগ আছে। জমি কেনাবেচার নতুন কোনও যোগাযোগ আসবে। কারও সঙ্গে অযথা মতবিরোধজনিত অশান্তি হতে পারে।