অফিসের কাজে সারা দিন অতিরিক্ত ব্যস্ত থাকতে হবে। তবে সন্ধ্যার পর একটা শান্তির অনুভূতি মনে কাজ করবে।
বাড়ির যে কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি করতে হয়, তবে অবশ্যই স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। বাবা কটু কথা বলতে পারেন, মাথা ঠান্ডা রাখুন। কেউ দামি জিনিসের কোনও দায়িত্ব দিলে, নেবেন না। অর্থের দিকটা বেশ ভাল রয়েছে।