—প্রতীকী ছবি।
সব মানুষের বুদ্ধ্যঙ্ক সমান হয় না। কারও বুদ্ধ্যঙ্ক প্রবল, তো কারও একটু কম। রাশিগত দিক দিয়ে ভিন্ন ভিন্ন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন বিভিন্ন হয়, তেমনই বুদ্ধিমত্তার দিক দিয়েও ফারাক দেখতে পাওয়া যায়। শাস্ত্রমতে, রাশিচক্রের পাঁচটি রাশির জাতক-জাতিকাদের বুদ্ধি অন্যদের তুলনায় একটু বেশি। এঁদের বুদ্ধ্যঙ্ক এঁদেরকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখে নিন সেই তালিকায় কারা কারা রয়েছেন।
কাদের বুদ্ধ্যঙ্ক বেশি?
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের বুদ্ধ্যঙ্ক অত্যন্ত উচ্চমানের। তাঁদের সাদামাঠা জীবন কাটানোর ধরন দেখলে সেটা মনে না-ও হতে পারে। কিন্তু যে কোনও বিষয়ে তাঁদের জ্ঞান বিশাল। তবে তাঁরা প্রয়োজন ছাড়া সেটি প্রকাশ করতে পছন্দ করেন না। লোকদেখানোর স্বভাব এই রাশির মানুষদের নেই। এই কারণেই তাঁরা যে কোনও সিদ্ধান্ত চট করে নিয়ে নিতে পারেন। পরিশ্রম করলে এঁরা অনায়াসেই সাফল্যের শিখরে পৌঁছোতে পারবেন।
কন্যা: যে কোনও ছোটখাটো বিষয়ে কন্যা রাশির জাতক-জাতিকাদের দারুণ জ্ঞান থাকে। যে কোনও কঠিন সমস্যার সহজ, যুক্তিসম্মত সমাধান এই রাশির লোকেদের কাছে প্রস্তুত থাকে। তবে জ্ঞানের ফলাও করতে এঁরা পছন্দ করেন না। কিন্তু কোনও সমস্যা নিয়ে এঁদের কাছে গিয়ে কখনও হতাশ হয়ে ফিরে আসতে হয় না। এঁরা সেই সমস্যার কিছু না কিছু সমাধান দিয়েই থাকেন। এই রাশির জাতক-জাতিকাদের দৃষ্টিভঙ্গি ও কোনও জিনিস বুঝিয়ে বলার ব্যাপার এঁদের বুদ্ধ্যঙ্কের পরিচয় দেয়।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হন। জীবনে চলার পথে আসা যে কোনও বাধাকে এঁরা অতি সহজ কৌশলের দ্বারা জয় করতে পারেন। এই রাশির মানুষদের বুদ্ধিদীপ্তির জন্য আশপাশের মানুষেরাও এঁদের খুব মান্য করে চলেন। যে কোনও সৃজনশীল কাজও এঁরা অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে পারেন।
কুম্ভ: সৃজনশীল কাজ নিপুণতার সঙ্গে করার ব্যাপারে কুম্ভ রাশি অন্যদের থেকে অনেকটাই এগিয়ে। এঁদের চিন্তাধারাও অন্যদের তুলনায় আলাদা। তাই যে কোনও সমস্যার কার্যকরী ও অপ্রচলিত সমাধান দেওয়ার ব্যাপারে এঁদের উল্লেখযোগ্যতা রয়েছে। এই রাশির ব্যক্তিরা নতুন জিনিস জানতে ও শিখতে ভালবাসেন। কুম্ভের এই বৈশিষ্ট্য তাঁদেরকে বুদ্ধ্যঙ্কের পরিমাপেও অন্যদের থেকে এগিয়ে রাখে।
মকর: মকর রাশির ব্যক্তিরা জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করে, সেটির উদ্দেশ্যে এগিয়ে যেতে পছন্দ করেন। এঁরা কঠিন নিয়মের বেড়াজালে জীবন কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভুলভাল জিনিস নিয়ে সময় কাটাতে এঁরা বিশেষ পছন্দ করেন না। মকর রাশির ব্যক্তিদের এই দৃঢ়তা তাঁদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে।