—প্রতীকী ছবি।
রাশিচক্রের প্রতিটি রাশি যেমন এক একটি গ্রহের সঙ্গে সম্পর্কিত, তেমনই ১-৯, প্রতিটি জন্মসংখ্যার সঙ্গেও ভিন্ন ভিন্ন গ্রহের সম্পর্ক রয়েছে। এর প্রভাবে ভিন্ন ভিন্ন জন্মসংখ্যার ব্যক্তিদের ব্যক্তিত্বে নানা ধরন দেখা যায়। প্রত্যেক মানুষেরই একটা নিজস্ব সত্তা রয়েছে। তার বেশির ভাগটা তারা বাইরের পরিবেশ থেকে বেড়ে ওঠার সঙ্গে আয়ত্ত করলেও, কিছুটা হয় গ্রহ, রাশি ও জন্মসংখ্যার প্রভাবে। সেগুলির মধ্যে যেমন কিছু গুণ থাকে, তেমনই কিছু দোষও থাকে। এক জন মানুষের জন্মসংখ্যা কী সেটা জানা গেলে উক্ত মানুষের সম্বন্ধে অনেক কিছুই বলে দেওয়া যায়। জেনে নিন জন্মসংখ্যা অনুযায়ী কোন মানুষ কেমন হন।
১: সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ১ জন্মসংখ্যার মানুষদের মধ্যে জন্মগত ভাবে নেতৃত্বদানের প্রতিভা থাকে। এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা পরিশ্রমকে ভয় পান না। তাঁরা কোনও কাজের জন্য যতটা প্রয়োজন, তার থেকে বেশি পরিশ্রম করতেও কুণ্ঠা বোধ করেন না। সেই কারণে এঁদের সকলে খুব ভালবাসেন। সৃজনশীল কাজ করতে এঁরা অত্যন্ত পটু হন। ১ জন্মসংখ্যার ব্যক্তিরা অন্যদের আদবকায়দা নকল করতে মোটেও পছন্দ করেন না।
২: ২ জন্মসংখ্যার জাতক-জাতিকারা শান্ত স্বভাবের হন। তবে যে কোনও বিষয় নিয়ে তাঁরা একটু বেশি চিন্তা করেন। সম্পর্কে কোনও ঝামেলা এঁরা পছন্দ করেন না। পরিবারের সুখ-শান্তি এঁদের কাছে সবার উপরে। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন এই জন্মসংখ্যার ব্যক্তিরা।
৩: এই জন্মসংখ্যার ব্যক্তিরা পজ়িটিভ চিন্তা করতে বেশি পছন্দ করেন। যে কোনও কঠিন পরিস্থিতিতে এঁরা পজ়িটিভ মানসিকতা ধরে রাখতে পারেন। অল্পে ভেঙে পড়েন না। যুক্তিপূর্ণ কথা বলতেই বেশি পছন্দ করেন, আবেগে ভাসেন না। সম্পর্কে কোনও ঝামেলা হলে কথা বলে মিটিয়ে নেওয়ায় বিশ্বাসী এঁরা। অন্যদের সাহায্য করার ব্যাপারে ২ জন্মসংখ্যার জাতক-জাতিকারা কখনও পিছপা হন না।
৪: কঠিন নিয়মানুবর্তিতার বেড়াজালে জীবন কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। তবে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে এঁরা একটু পিছিয়ে। আবেগের বশে মাঝেমধ্যে এমন কাজ করে বসেন যে আখেরে নিজেদেরকেই পস্তাতে হয়। ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকারা মোটেই মিথ্যা কথা পছন্দ করেন না। যে কোনও পরিস্থিতিতে এঁরা সত্যির সঙ্গই বেছে নেন।
৫: ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের নতুন জিনিসের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। যে কোনও নতুন ব্যাপার শিখতে ও শেখাতে এঁরা খুব ভালবাসেন। এই জন্মসংখ্যার ব্যক্তিদের বুদ্ধিমত্তা প্রশংসনীয়। হাসতে ও হাসাতে পছন্দ করেন।
৬: এই জন্মসংখ্যার ব্যক্তিদের বিলাসবহুল জীবনের প্রতি ঝোঁক অন্যদের তুলনায় একটু বেশি থাকে। এঁরা একটু আত্মকেন্দ্রিক প্রকৃতির হন। ফলত কোনও কিছু তাঁদের ইচ্ছামতো না হলে একটু চটে যান। কিন্তু মনের দিক দিয়ে এঁরা খুব ভাল হন। ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকারা সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন।
৭: নিজের খেয়ালের দুনিয়ায় ৭ জন্মসংখ্যার ব্যক্তিদের অবাধ বিচরণ। কে কী করল, কে কী বলল সে সবের চিন্তা এঁরা করেন না। এঁরা নিজেদের দুনিয়ায় থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। যে কোনও বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা নিয়ে গভীর ভাবে ভাবতে ভালবাসেন এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা।
৮: ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা দারুণ কর্মঠ হন। সাফল্যের পথে আসা যে কোনও বাধাকে এঁরা পরিশ্রমের দ্বারা কাটিয়ে উঠতে পারেন। কোনও কিছুকে ভয় পান না। এই জন্মসংখ্যার ব্যক্তিরা জন্মগত ভাবে জ্ঞানী হন। যে কোনও বিষয়ে এঁদের অবাধ জ্ঞান থাকে।
৯: এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা তাঁদের কাছের মানুষের প্রতি ভীষণ যত্নশীল হন। কারও দরকারে পাশে দাঁড়াতে ৯ জন্মসংখ্যার ব্যক্তিরা কখনও পিছপা হন না। সর্বদা সকলকে নিঃস্বার্থ ভাবে ভালবেসে যান। বদলে কী পাচ্ছেন না পাচ্ছেন সে দিকে তোয়াক্কা করেন না।