Navagraha

পুজোর সময় এই ফুলগুলি ব্যবহার করে নবগ্রহকে সন্তুষ্ট করুন

আমাদের জন্মছকে নবগ্রহই যে খুব ভাবে অবস্থান করবে এমনটা বলা যায় না। নবগ্রহের মধ্যে কোনও না কোনও গ্রহের অবস্থান শুভ বা অশুভ ভাবে থাকেই।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ০৭:৩৬
Share:

প্রতীকী চিত্র।

আমাদের জন্মছকে নবগ্রহই যে খুব ভাবে অবস্থান করবে এমনটা বলা যায় না। নবগ্রহের মধ্যে কোনও না কোনও গ্রহের অবস্থান শুভ বা অশুভ ভাবে থাকেই। যদি আমরা নবগ্রহকে সন্তুষ্ট করতে পারি তা হলে আমাদের জীবন সুস্থ সুন্দর হয়ে উঠবে।

Advertisement

নবগ্রহের জন্য বিশেষ কিছু ফুল রয়েছে। সেই ফুল দিয়ে যদি আমরা প্রতিনিয়ত পুজো করতে পারি তা হলে এর খুব ভাল ফল আমরা পেতে পারি। যদি প্রতি দিন সম্ভব না-ও হয়, তবে মাঝে মধ্যে এই কাজ করলে কিছুটা হলেও নবগ্রহকে শান্ত এবং সন্তুষ্ট রাখা যাবে বা নবগ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যাবে।

দেখে নেব কোন গ্রহ কোন ফুলে সন্তুষ্ট—

Advertisement

বৃহস্পতি: বৃহস্পতি গ্রহকে সন্তুষ্ট রাখতে ব্যবহার করুন পদ্মফুল।

রবি: রবি গ্রহকে সন্তুষ্ট রাখতে ব্যবহার করুন আকন্দ ফুল।

চন্দ্র: চন্দ্র সন্তুষ্ট থাকেন শ্বেত পদ্মফুলে।

বুধ: বুধ গ্রহকে সন্তুষ্ট রাখতে ব্যবহার করুন চাঁপা ফুল।

মঙ্গল: মঙ্গল সন্তুষ্ট থাকে রক্ত করবী ফুলে।

শুক্র: শুক্র গ্রহ সন্তুষ্ট হন চামেলি ফুলে।

শনি: শনিদেবের প্রিয় ফুল মল্লিকা।

রাহু: রাহু সন্তুষ্ট হন আমলকি ফুলে।

কেতু: কেতুক সন্তুষ্ট রাখতে ব্যবহার করুন অপরাজিতা ফুল।

* যে কোনও নবগ্রহের মন্দিরে এই ফুল দিয়ে পুজো দেওয়া যাবে। কিন্তু যদি আপনার আশেপাশে কোনও নবগ্রহ মন্দির না থাকে তা হলে যে কোনও কালীমন্দির বা গ্রহরাজ শনিদেবের মন্দিরেও দেওয়া যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন