—প্রতীকী ছবি।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, আজ, অর্থাৎ ১৭ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। দেবাদিদেব মহাদেবের মাস হল শ্রাবণ মাস। এই মাসে ভগবান শিবের পুজো এবং উপাসনায় বিশেষ শুভ ফল প্রাপ্তি হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুনর্মিলনের মাস। এই হিসাবে শ্রাবণ মাসে নিষ্ঠাভরে দেবাদিদেব মহাদেবের পুজো ও অভিষেকে বিশেষ আশীর্বাদ প্রাপ্তি হয়। পুরাণ মতে, এই শ্রাবণ মাসে সমুদ্রমন্থনে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে বিষমুক্ত করেন দেবাদিদেব মহাদেব। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে স্নান করালে বা অভিষেক করলে বিশেষ ফল লাভ করা যায়। সোমবার সোমনাথের বার। শ্রাবণের সোমবার দেবাদিদেব মহাদেবের মূর্তি বা বিগ্রহ বা শিবলিঙ্গকে জলদান বা অভিষেক করে ফল দান করলে শুভ ফল প্রাপ্ত হয়। অভিষেকের উপাদান অনুযায়ী বিভিন্ন ফল লাভ করা যায়।
শিবলিঙ্গে কোন ধরনের অভিষেকে কী ফল লাভ হয়?
নারী-পুরুষ নির্বিশেষে শ্রাবণের সোমবার দেবাদিদেবের পুজো ও অভিষেক করে দেবাদিদেবের আশীর্বাদ লাভ করা যেতে পারে।