বাড়ির ব্রহ্মস্থান সম্পর্কে জেনে নিন

বাড়ির বা বাস্তুর পূর্বদিক নীচু হলে বংশ বৃদ্ধি হয়। উত্তরদিক নীচু হলে ধন বৃদ্ধি হয়। দক্ষিনদিক নীচু হলে রোগ সৃষ্টি হয় এবং বংশ বৃদ্ধিতে বাধা আসে। পশ্চিমদিক নীচু হলে ধনক্ষয় হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ০০:০১
Share:

বাড়ির বা বাস্তুর পূর্বদিক নীচু হলে বংশ বৃদ্ধি হয়। উত্তরদিক নীচু হলে ধন বৃদ্ধি হয়। দক্ষিনদিক নীচু হলে রোগ সৃষ্টি হয় এবং বংশ বৃদ্ধিতে বাধা আসে। পশ্চিমদিক নীচু হলে ধনক্ষয় হয়।

Advertisement

অফিসের ব্রহ্মস্থানটিতে মিটিং বা কনফারেন্স গৃহ করা যায়।

ব্রহ্মস্থানে কোনও জুতো, নোংরা বস্তু, এঁটো ফেলা বা রাখা উচিত নয়।

Advertisement

ব্রহ্মস্থানে কোনও চেয়ার, টেবিল, শোফা না রাখাই উচিত।

ফ্ল্যাটবাড়ি বা ছোট গৃহে যেখানে ব্রহ্ম স্থান খালি রাখার কোনও জায়গা নেই, সেই জায়গাটিতে বা গৃহটিকে লিভিংরুম করা যায়।

কলকারখানার ব্রহ্মস্থানটিতে কোনও ভারী জিনিসপত্র রাখা যাবে না।

কলকারখানার ব্রহ্মস্থানটিতে মন্দির করা যেতে পারে। ঠাকুরের মুখ যেন পূর্ব দিকে থাকে।

ব্রহ্মস্থানটিকে উঠোন বা লন হিসেবে ব্যবহার করা যেতে পারে।

অফিস ঘরের ব্রহ্মস্থানটিতে বিগ্রহ রাখা যেতে পারে।

কোনও কোনও সময় দেখা যায় যে, ব্রহ্মস্থানের যে স্থানে ক্ষতি হয়, বসবাসকারিদের দেহে ঠিক সেই স্থানে ক্ষতি হয়ে থাকে।

এই স্থানে কোনও গর্ত, থাম, পয়ঃপ্রণালীর চেম্বার, পাতকুয়ো, আবর্জনা প্রভৃতি করা যাব না।

বাস্তুতে, গৃহে, শোবার ঘরে, কলকারখানায় বা যে কোনও স্থানে ব্রহ্মস্থান সবসময় খালি রাখতে হবে।

এই স্থানে কোনও শুভ অনুষ্ঠান করা যেতে পারে।

ব্রহ্মস্থানে ছোট ফুলের গাছ রাখা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement