Venus in Libra November 2025

নভেম্বরের শুরুতেই নিজের রাশিতে প্রবেশ করবে শুক্র, গঠিত হবে মালব্য রাজযোগ! ‘রাজা’ হবেন তিন রাশির ব্যক্তিরা

২ নভেম্বর ২০২৫ শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা শুক্রের নিজেরই রাশি। এর ফলে গঠিত হবে মালব্য রাজযোগ।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ০৭:৪৯
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

২৮ নভেম্বর শুক্র চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। তবে তার আগে রাশিও বদলাবে এই গ্রহ। নভেম্বরের শুরুতেই, ২ নভেম্বর ২০২৫ শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা শুক্রের নিজেরই রাশি। এর ফলে গঠিত হবে মালব্য রাজযোগ। শুক্রের চিত্রায় প্রবেশের আগে পর্যন্ত এই রাজযোগ স্থায়ী হবে। কিন্তু এর সুফল তিন রাশির সঙ্গে এই বছরের শেষ পর্যন্ত থেকে যাবে। জেনে নিন তালিকায় কারা রয়েছেন।

Advertisement

শুক্রের তুলায় প্রবেশে কারা লাভবান হবেন?

তুলা: তুলা রাশিতেই গঠিত হচ্ছে মালব্য রাজযোগ। এর ফলে এই রাশির ব্যক্তিরা খুব ভাল ফল পাবেন। পূর্ণ সুফল প্রাপ্তি হবে। নভেম্বরে মনের মতো চাকরির সন্ধান পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই সঙ্গে যাঁরা বহু দিন ধরে বিয়ের চেষ্টা করছেন, তাঁরাও মনের মানুষের সন্ধান পাবেন। তুলা রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিত্বেরও বিকাশ ঘটবে। এর ফলে জীবনে এগিয়ে যেতে সুবিধা হবে।

Advertisement

ধনু: মালব্য রাজযোগের কৃপায় ধনু রাশির ব্যক্তিরাও নানা দিক থেকে লাভবান হবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করে মুনাফা লাভ করবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন আয়ের পথ পাবেন। অপ্রত্যাশিত কোনও সুখবরে মন ভাল হয়ে যাবে। সম্পর্কের জট কেটে গিয়ে সুখের সময় শুরু হবে। মন চাইলে এই সময় লটারি কেটে ভাগ্য যাচাই করে দেখতে পারেন।

মকর: মকর রাশির ব্যক্তিদের জন্যও মালব্য রাজযোগ শুভ সময় সঙ্গে করে নিয়ে আসবে। সব দিক থেকে লাভের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজ সকলের প্রশংসা কুড়োবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভের মুখ দেখতে পাবেন। কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। তবে সেটি আপনাকে পেশার ক্ষেত্রে সফলতার লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই সময়টা খুব ভাল ভাবে কাটবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement