কন্যা রাশি

মানুষ কিছু না কিছু কাজ করে। বিনিময়ে অর্থ উপার্জন করে নিজ নিজ সংসার প্রতিপালন করে। কিন্তু সেই কর্মস্থানে যদি শান্তি বিঘ্নিত হয়, কর্মে পরিবর্তন ঘটে, কর্ম জীবনে সম্মানহানি হয়, কর্মচ্যুতি ঘটে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ০০:০১
Share:

আপনার ব্যক্তিগত রাশি যদি কন্যা হয়ে থাকে তবে দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রে গোপন শত্রুতার ধরন-

Advertisement

মানুষের জীবন রহস্যময়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর স্ত্রী-সন্তানাদি-পরিজন নিয়ে একটু শান্তিতে ঘুমোনোর জন্য অনেক আশা নিয়ে দুর্গম পথে পা বাড়ায়, অসাধ্য সাধনে ব্রতী হয়। কিন্তু সবাই সফল হয় না কেননা, প্রতিটা মানুষ তার জন্মকালীন গ্রহ-নক্ষত্রের কঠোর অনুশাসনে পরিচালিত হয়।

মানুষ কিছু না কিছু কাজ করে। বিনিময়ে অর্থ উপার্জন করে নিজ নিজ সংসার প্রতিপালন করে। কিন্তু সেই কর্মস্থানে যদি শান্তি বিঘ্নিত হয়, কর্মে পরিবর্তন ঘটে, কর্ম জীবনে সম্মানহানি হয়, কর্মচ্যুতি ঘটে।

Advertisement

বুধের দ্বিতীয় ক্ষেত্র হল এই কন্যা রাশি। কাজেই এরা বালকোচিত ভাবে আপ্লুত। কর্মকুশলতা, দৃঢ়প্রতিজ্ঞ, বুদ্ধিমান, চিন্তাশীল, সংযমী ও কার্যকারী ক্ষমতার প্রকাশ ঘটে সর্বস্তরে।

বুধ, রবি ও মঙ্গল গ্রহ শুভ অবস্থায় থাকলে এরা বৈজ্ঞানিক অথবা বিজ্ঞানভিত্তিক শিক্ষায় উচ্চপদে অধিষ্ঠিত হয়। কর্মে প্রগাঢ় নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলা এবং কর্মপ্রণালী বা পরিবেশের একটু আমুল পরিবর্তন করতে চায়, সেই কারণে কর্মক্ষেত্রে শত্রুতার সৃষ্টি হয়। অবশ্য এদের শত্রুরা বেশির ভাগ ক্ষেত্রে গোপনে শত্রুতা করে। কাজেই উচিত হবে গ্রহাধিপতি বুধের জপ- তপ প্রণাম করা।

প্রণাম মন্ত্রঃ-

ওঁ প্রিয়ঙ্গু কলিকাশ্যামং

রূপেনাপ্রতিমং বুধং।

সৌমং সর্ব্বগুণোপেতং

নমামি শশিনঃ সুতম্।

জপ মন্ত্রঃ-

ওঁ ঐং স্ত্রীং শ্রীং বুধায় (অন্তত তিনবার)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন