নাদী জ্যোতিষ অনুসারে লেখক হওয়ার যোগ্যতাবলি

যদি চন্দ্র অথবা বৃহস্পতি লগ্ন, অথবা পঞ্চম অথবা নবমে অবস্থান করে, তাহলে জাতক হবে বহু বইয়ের লেখক এবং একই সঙ্গে সে অনেক বিষয়ে তার জ্ঞাণ অর্জন করে থাকে। ওই একই অবস্থানে শুক্র থাকলে জাতক অল্প সংখ্যক বইয়ের লেখক হবে অথবা তার দ্বারা মহাকাব্য রচনা হবে।

Advertisement

অসীম সরকার  

শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ০০:০১
Share:

দক্ষিণ ভারতে নাদী জ্যোতিষচর্চা জৈমিনী ও পরাশরিওর মতই ব্যাপকভাবে হয়। নাদী জ্যোতিষের ফলাদেশগুলি খুবই পরীক্ষিত। এখানে লেখক হতে গেলে নাদী জ্যোতিষ মতে গ্রহ সন্নিবেশ কেমন থাকা উচিৎ, সে বিষয়ে নিচে আলোচনা করা হল-

Advertisement

১) যদি চন্দ্র অথবা বৃহস্পতি লগ্ন, অথবা পঞ্চম অথবা নবমে অবস্থান করে, তাহলে জাতক হবে বহু বইয়ের লেখক এবং একই সঙ্গে সে অনেক বিষয়ে তার জ্ঞাণ অর্জন করে থাকে। ওই একই অবস্থানে শুক্র থাকলে জাতক অল্প সংখ্যক বইয়ের লেখক হবে অথবা তার দ্বারা মহাকাব্য রচনা হবে। এবং প্রাচীন বিষয় কে নতুন করে উপস্থাপন করে থাকে। ওই একই ভাবে বুধ থাকলে সে একটি বা দুটি বইয়ের লেখক হবে। নবাংশে ওই একই অবস্থানে কেতু থাকলে জাতক বই লিখে জীবিকা অর্জন করে থাকে।

২) কুম্ভ লগ্নে জন্ম কোনও জাতকের পঞ্চম ভাবে দুর্বল মঙ্গল থাকলে লেখনী বৃত্তি দ্বারা জীবিকা অর্জন করবে।

Advertisement

৩) ধনু লগ্নে জন্মে দ্বিতীয়ে বৃহস্পতি অবস্থান করলে জাতক একজন প্রতিষ্ঠিত লেখক হবে।

৪) ধনু লগ্নে জন্মে যদি লগ্নেই রবি থাকে, তাহলে জাতক একজন অভীজ্ঞ লেখক হবে।

৫) ধনু লগ্নে জন্মে পঞ্চমে চন্দ্র যদি বর্গত্তোম থেকে মঙ্গল সংযুক্ত হয়, তাহলে জাতক কোনও বিষয়ে বিশেষজ্ঞ লেখক হয়ে থাকে।

৬) বৃশিচক লগ্নে শনির ত্রিশাংশে কোনও জাতক জন্মালে ভাল নাম করা লেখক হয়।

৭) বৃশ্চিক লগ্নে জন্মে শনি যদি চতুর্থে এবং বুধ অথবা মঙ্গল যদি দশমে থাকে, তাহলে জাতক একজন বিখ্যাত লেখক হবে।

৮) কারও যদি তুলা লগ্নে জন্ম হয়, আর নবমপতি যদি দ্বিতীয় ও একাদশপতি সংযোগে লগ্নে অবস্থান করে, তাহলে জাতক লেখালেখির দ্বারা জীবিকা অর্জন করবে।

৯) তুলা লগ্নে জন্মে কারও লগ্ন পতি যদি কেন্দ্রে অবস্থান করে, সেই জাতক একজন দক্ষ লেখক হবে।

১০) কারও যদি কন্যা লগ্নে চন্দ্র থাকে এবং বৃহস্পতির ত্রিশাংশে জন্ম হয়, তাহলে সে একজন বিখ্যাত লেখক হবে।

১১) কন্যা লগ্নে মঙ্গলের ত্রিশাংশে জন্ম হলে এবং লগ্নপতি একাদশে অবস্থান করে, তাহলে জাতক দক্ষ ও স্বনামধন্য লেখক হবে।

১২) কোনও জাতকের সিংহ লগ্নে জন্ম হয়ে রবি যদি ষষ্ঠে এবং শুক্র যদি সপ্তমে থাকে, তবে লেখক হিসেবে পেশা বেছে নেবে।

১৩) কর্কট লগ্নে শুক্র যদি নবমে থাকে এবং সেই সঙ্গে শুক্রের ত্রিশাংশে জন্ম হলে জাতক একজন দক্ষ লেখক হবে।

১৪) কর্কট লগ্নে জন্মে, শুক্র চতুর্থে কেতু যুক্তে এবং শুভ বৃহস্পতির দ্বারা দৃষ্ট হলে, জাতক ভাল লেখক হয়।

১৫) মিথুন লগ্নে রবি ও দশমপতি যদি লগ্নে অবস্থান করে, তবে জাতক লেখাকেই পেশা হিসেবে নেবে।

১৬) কারও যদি বৃষ লগ্নে জন্ম হয় আর রবি, শুক্র ও বুধ যে কোনও রাশিতে অবস্থান করে, তাহলে জাতক ভাল লেখক হিসেবে নাম কিনবে।

১৭) বৃষ লগ্নে যদি চতুর্থ পতি ও লগ্নপতি শুক্র যুক্ত হয়ে লগ্নে অবস্থান করে, তবে জাতক ভাল লেখক হিসেবে নাম কিনবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন