রাশি অনুযায়ী কোন স্বভাবের জন্য অন্যেরা আপনাকে অপছন্দ করে জানেন?

রাশিফল দেখে যেমন আমাদের সম্পর্কে সব কিছু বলা যায়, ঠিক তেমনই বলা যায় যে, আমাদের কোন স্বভাবের জন্য কাছের মানুষরা আমাদের পছন্দ করেন বা কতটা অপছন্দ করেন। সব মানুষের মধ্যেই এমন কিছু ব্যাপার থাকে যা তাঁকে কিছু মানুষের কাছে প্রিয় আবার কিছু মানুষের কাছে অপ্রিয় করে তোলে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ০০:০৮
Share:

রাশিফল দেখে যেমন আমাদের সম্পর্কে সব কিছু বলা যায়, ঠিক তেমনই বলা যায় যে, আমাদের কোন স্বভাবের জন্য কাছের মানুষরা আমাদের পছন্দ করেন বা কতটা অপছন্দ করেন। সব মানুষের মধ্যেই এমন কিছু ব্যাপার থাকে যা তাঁকে কিছু মানুষের কাছে প্রিয় আবার কিছু মানুষের কাছে অপ্রিয় করে তোলে।

Advertisement

দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী কোন স্বভাবের জন্য আপনার প্রিয় জন বা বন্ধুরা আপনাকে অপছন্দ করেন—

মেষ: মেষ রাশির মানুষরা খুব চতুর হন এবং সব কাজ চতুরতার সঙ্গে করতে চান। এই কারণে এঁরা মানুষের কাছে একটু অপছন্দের হয়ে থাকেন।

Advertisement

বৃষ: এই রাশির জাতক-জাতিকারা খুব বেশি আত্মকেন্দ্রিক প্রকৃতির, তাই মানুষ এঁদের থেকে একটু দূরে থাকতেই পছন্দ করেন।

আরও পড়ুন: ঘরে ঘোড়ার খুরের নাল রাখার এত উপকার!

মিথুন: এই রাশির মানুষ মজা করতে খুব পছন্দ করেন। তবে মজার ছলে কিছু অপ্রিয় কথা বলে ফেলেন। তাই এঁরা সকলের কাছেই একটু অপছন্দের হয়ে যান।

কর্কট: কর্কট রাশির উপস্থিত বুদ্ধি প্রচুর। তবে এঁদের মানুষ কোনও কোনও সময়ে স্বার্থপর ভেবে অপছন্দ করে থাকেন।

সিংহ: সিংহ রাশি নিজের সুখ্যাতি নিজেই এতটা করে ফেলেন, যার ফলে এঁদের অনেকেই অপছন্দ করেন বা এড়িয়ে চলেন।

কন্যা: এই রাশির ধীর গতিতে কাজ করার স্বভাব অনেকের কাছেই অপছন্দের। তবে ধীর গতিতে কাজ করার ফলে কাজ একেবারে নিখুঁত হয়।

তুলা: তুলা রাশির অতিরিক্ত নিরাপত্তাহীনতা ও সংশয় মনোভাবের জন্য অনেকেই এঁদের অপছন্দ করেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির মধ্যে নেগেটিভ চিন্তা বেশি কাজ করে। যার ফলে জীবনে সমস্যাও বেশি আসে। আর এই সমস্যার সমাধান করতে হয় তাঁদের কাছের মানুষদের। এই কারণে এঁরা অনেকের কাছেই অপছন্দের।

ধনু: এই রাশির মানুষ সব ভুলে নিজের কাজে নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলেন যে, কাছের মানুষদের অপছন্দের পাত্র হয়ে দাঁড়ান।

মকর: মকর রাশির মানুষ মনের কথা মনেই চেপে রাখতে পছন্দ করেন। যার ফলে অন্যেরা এঁদের ভুল বঝে দূরে সরে যান।

কুম্ভ: এঁরা খুবই মিশুকে প্রকৃতির। কিন্তু নিজের মতামতেকে বেশি প্রাধান্য দেন। তাই বন্ধু মহলে এঁদের অনেকেই অপছন্দ করেন এবং এড়িয়ে চলেন।

মীন: এই রাশি এক জনকে খুশি করতে গিয়ে আরও অনেকের সমস্যা বাড়িয়ে তোলেন এবং অপ্রিয় সত্য অনেকের কাছেই এঁদের অপছন্দের করে তোলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন