রাশি অনুযায়ী কিসে আপনি বেশি ভয় পান জেনে নিন

মানুষের জীবনে নানা রকম ভয় কাজ করে। কারও খারাপ সময়কে ভয়, কারও বা কাউকে হারানোর ভয়, কেউ আবার কোনও স্থান বা ব্যক্তিকে ভয় পান।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ০০:০০
Share:

মানুষের জীবনে নানা রকম ভয় কাজ করে। কারও খারাপ সময়কে ভয়, কারও বা কাউকে হারানোর ভয়, কেউ আবার কোনও স্থান বা ব্যক্তিকে ভয় পান। এই ভয় মানুষকে দুর্বল ও অসহায় করে তোলে। রাশি অনুযায়ী সব মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সমান হয় না। সে রকম ভয়ও এক একটা রাশির মানুষের এক একটা জিনিসের ওপর বেশি হয়।

Advertisement

দেখে নিন রাশি অনুযায়ী মানুষ কিসে ভয় বেশি পান:

মেষ: মেষ রাশির মানুষদের কোনও জিনিস বা ব্যক্তিকে হারানোর ভয় বেশি থাকে। এঁরা জীবন থেকে কোনও কিছুকেই হারাতে চান না।

Advertisement

বৃষ: বৃষ রাশির মানুষ অপমানজনক পরিস্থিতিকে ভীষণ ভয় পান। কারও খারাপ কথা এঁরা একদম সহ্য করতে পারেন না।

মিথুন: বন্ধুত্ব হারানোর ভয় সব থেকে বেশি পান মিথুন রাশির মানুষ। কারও সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর তাঁকে হারানোর ভয় খুব বেশি থাকে এঁদের মধ্যে।

আরও পড়ুন : সাবকনসাস সেলফ নম্বর থেকে জীবন সংগ্রামের ধরন জানা যায় (দ্বিতীয় অংশ)

কর্কট: এই রাশি জাতক একাকিত্বকে ভীষণ ভাবে ভয় পান। একা থাকা এদেঁর কাছে শাস্তির সমান।

সিংহ: কেউ এঁদের সঙ্গে মিশছেন না বা কথা বলছেন না এই ব্যাপারটাতে খুব বেশি ভীত হন সিংহ রাশি। তবে একাকিত্ব এঁরা মেনে নিতে পারেন না।

কন্যা: মানুষের ভালবাসা থেকে বিরত থাকাটাকে খুব বেশি ভয় পান কন্যা রাশির মানুষ। কেউ তাঁদের ভালবাসেন না, এই কথা ভাবলেই শিউরে ওঠেন তাঁরা।

তুলা: তাঁদের দুর্বলতার সুযোগ যদি কেউ নেন, এই ভয়ে অস্থির থাকেন তুলা রাশি ব্যক্তিরা। তাই তাঁদের দুর্বলতা সহজে কাউকে বলেন না।

বৃশ্চিক: জীবনে সাংঘাতিক কোনও দুর্ঘটনাকে খুব বেশি ভয় পান এই রাশির জাতক।

ধনু: ধনু রাশির মানুষরা স্বাধীনচেতা প্রকৃতির হন। তাই স্বাধীনতায় কারও হস্তক্ষেপ ব্যাপারটাকে খুব ভয় পান এঁরা।

মকর: কাছের মানুষদের হারিয়ে ফেলার ভয় ভীষণ ভাবে কাজ করে মকর রাশির মানুষদের মধ্যে। কাছের মানুষকে কোনও ভাবে কষ্ট দিয়ে ফেললেও খুব ভীত অবস্থায় থাকেন এঁরা।

কুম্ভ: প্রেমে পড়ার ভয় সব সময় কাজ করে কুম্ভ রাশির মধ্যে। প্রেমের নাম শুনলেই ঘাবড়ে যান এঁরা।

মীন: প্রেম হারিয়ে ফেলার ভয় থাকে মীন রাশির মধ্যে। প্রেমে প্রত্যাখানের ভয়ও এঁদের ভীষণ ভাবে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন