আপনার স্বাক্ষর বলে দেবে আপনি কেমন প্রকৃতির মানুষ (প্রথম পর্ব)  

বিভিন্ন ধরনের স্বাক্ষর নিয়ে পরপর আলোচনা করে যাক

Advertisement

কৃষ্ণপ্রেম

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

হাতের লেখা দেখে মানুষের প্রকৃতি, প্রেম, ভালবাসা, রোগ, শোক, ব্যবহার, সামাজিক, পারিবারিক, দাম্পত্য সম্পর্ক সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করার রেওয়াজ প্রাচীন কাল থেকেই আছে। নিজের নাম স্বাক্ষর করার মাধ্যমে নিজের আইডেন্টিটি জাহির করা হয়ে থাকে এটা আমরা সবাই জানি। এই সই বা স্বাক্ষর হাতের লেখা চর্চারই একটি অংশ। সই দেখে বলে দেওয়া যায় তার ব্রেনের সাবকনসাস পার্টটা কেমনভাবে তাকে চালিত করে চলেছে।

Advertisement

এ বার বিভিন্ন ধরনের স্বাক্ষর নিয়ে পরপর আলোচনা করে যাক-

(১) কারও সইয়ের শেষ মাথা যদি উপরের দিকে উঠে যায়, এতে বোঝায় সে খুব আশাবাদী, উচ্চাকাঙ্ক্ষী, সৃষ্টিশীল বা সৃজনশীল প্রকৃতির।

Advertisement

(২) কারও সই যদি উপরের দিকে না উঠে নীচের দিকে নেমে যায়, তা হলে বোঝায় সে দুর্বল ইচ্ছাশক্ত সম্পন্ন স্বভাবের।

(৩) আর কারও সই যদি উপরে বা নীচে কোনও দিকে না গিয়ে সোজাসুজি যায়, তা হলে বোঝায় সে ব্যলেন্স মাইন্ডেড।

(৪) কারও সই যদি দেখতে লাগে বেশ লম্বা, তাতে বোঝায় সে ব্যক্তি বিশ্বাসযোগ্য, জাহির করা ও একগুঁয়ে স্বভাবের। সে সব ব্যাপারে উদ্যোগী এবং কিছুটা ক্লান্তিকর প্রকৃতির।

(৫) কারও সই লম্বা না হয়ে দৈর্ঘ্যে বেশ ছোট হলে, সে ব্যাক্তি হবে প্রতিক্রিয়াকারী, অধৈর্য্য, অস্থির চিত্তের।

আরও পড়ুন: যে রাশিগুলির মধ্যে প্রেমের সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হয়

(৬) কারও সইয়ের অক্ষরগুলি বড় বা ক্যাপিট্যাল লেটারের হলে জাতক হবে খামখেয়ালি প্রকৃতির ও খুঁতখুঁতে স্বভাবের।

(৭) কারও সইয়ের অক্ষরগুলি দেখতে প্রায় একই রকম এবং মাঝামাঝি আকারের হলে এতে বোঝায় জাতক নম্র, ভদ্র ও লাজুক প্রকৃতির।

(৮) কারও সইয়ের অক্ষরগুলি ছোট আকারের হলে স্বভাবে সে হবে মিতব্যয়ী, যুক্তিবাদী ও নিজের জীবনে শৃঙ্খলাপরায়ণ বা আত্মনিয়ন্ত্রণকারী।

(৯) কারও সইয়ের অক্ষরগুলি খুবই ছোট ছোট করে লেখা থাকলে বোঝায় সে হবে অহঙ্কারী প্রকৃতির।

(৯) কারও সইয়ের অক্ষরগুলি বেশ বড় বড় করে লেখা এবং সইটি দুটি বা তিনটি অক্ষরের মধ্যেই শেষ, এতে বোঝায় সে হবে স্বপ্নালু প্রকৃতির, স্বাধীনচেতনার, সাদাসিধে প্রকৃতির, অসন্দিগ্ধ চরিত্রের ও দয়ালু স্বভাবের।

(১০) কারও সই দেখতে মসৃণ ও বক্রগতিতে শেষ হলে, এ ক্ষেত্রে সইটার শেষ অক্ষরটাকে কেমন ভাবে যেন বাঁকা আকারের লাইনের টানে শেষ হয়ে থাকে। এই রকম যার সই সে হবে খুব ভদ্র এবং দয়ালু স্বভাবের।

(১১) যাদের সইয়ের অক্ষরগুলি গোলাকার না হয়ে কোণযুক্ত হয়, তারা স্বভাবের দিক থেকে হয়ে থাকে উগ্র মেজাজের, জেদি, স্বাধীনচেতা মানসিকতার।

(১২) এমন কিছু সই আছে যেখানে অক্ষরগুলি এমন গাদাগাদি করে বা চাপাচাপি করে লেখা হয়, মনে হয় যেন হাওয়া বাতাসও ঢুকবে না, এই রকম যার সই তার ব্যবহার হয় যুক্তিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ ও রক্ষণশীল প্রকৃতির।

(১৩) এমন কিছু সই আছে যেখানে অক্ষরগুলি কেমন যেন স্টাইল করে লেখা হয়। এই রকম যেসব সই আছে, তাদের মালিকেরা স্বভাব হবে দাম্ভিক ও কুটিল। এরা দেখাতে চায় যে এরা জ্ঞানী ব্যক্তিত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন