punarfuyog

আপনার রাশিতে কি বিষযোগ আছে? থাকলে কী হয় জানেন?

যদি কোনও জন্মছকে শনি ও চন্দ্রের সম্পর্ক সৃষ্টি হয় তাকে পুনর্ফু যোগ বা বিষযোগ বলে। আবার শনি যখন রবির সঙ্গে কোনও রূপ সম্পর্ক সৃষ্টি করে তখনও বিষযোগ তৈরি হয়। এখন দেখে নেওয়া যাক জন্মছকের দ্বাদশ ভাবে এই যোগের ফলাফল

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ০০:০০
Share:

যদি কোনও জন্মছকে শনি ও চন্দ্রের সম্পর্ক সৃষ্টি হয় তাকে পুনর্ফু যোগ বা বিষযোগ বলে। আবার শনি যখন রবির সঙ্গে কোনও রূপ সম্পর্ক সৃষ্টি করে তখনও বিষযোগ তৈরি হয়।

Advertisement

এখন দেখে নেওয়া যাক জন্মছকের দ্বাদশ ভাবে এই যোগের ফলাফল—

লগ্নে- শারীরিক অসুস্থতা, দীর্ঘস্থায়ী রোগভোগ, অস্ত্রোপচারের থেকে ভুল চিকিৎসায় নিয়ে যাওয়া, অঙ্গহানি প্রভৃতি।

Advertisement

দ্বিতীয়ে- অর্থলাভে বিলম্ব, কটুবাক্য প্রয়োগ।

তৃতীয়ে- সমস্ত শুভ যোগাযোগ বিনষ্ট হয়। ভাই বোনের সঙ্গে মতবিরোধ। বাড়ির কাজের লোক টেকে না।

চতুর্থে- গৃহশান্তি নষ্ট, মাতৃবিরোধ বা মাতৃবিয়োগ যোগ।

পঞ্চমে- সন্তান জন্মে বিলম্ব এবং সন্তান নিয়ে নানান সমস্যা।

ষষ্ঠে- শত্রুতা দ্বারা সমস্যা সৃষ্টি।

সপ্তমে- বিবাহে বিলম্ব ও বিবাহিত জীবনে প্রবল অশান্তি।

অষ্টমে- আইনি সমস্যা, মামলা-মোকদ্দমায় অর্থনাশ।

নবমে- ধর্ম, তীর্থযাত্রায় সমস্যা ও বিলম্ব। ধর্মে বিশ্বাস থাকলেও পালন কিংবা লালন করতে জটিলতা।

দশমে- সাফল্যে বাধা, উপযুক্ত কর্ম পেতে প্রচুর বিলম্ব।

একাদশে- ইচ্ছাপূরণে বাধা।

দ্বাদশে- স্বামী-স্ত্রীর শয্যাসুখ নষ্ট।

রবি- শনি বিষযোগের ফলাফল দেখুন—

এই যোগে জাতক-জাতিকা ছোটবেলায় পিতার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা পিতার সঙ্গে দীর্ঘস্থায়ী বিরোধ চলতে থাকে। জাতক-জাতিকার চোখের রোগ দেখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন