—প্রতীকী ছবি।
আমরা ঘুমোনোর সময় নানা বিষয় স্বপ্নে দেখে থাকি। এই সকল স্বপ্নের বিশেষ কিছু মানে থাকে। এক একটা স্বপ্ন আমাদের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে। কিছু স্বপ্নের যেমন ভাল প্রভাব আমাদের উপর পড়ে, তেমনই কিছু স্বপ্নের খারাপ প্রভাবও পড়ে। স্বপ্ন যতই উদ্ভট হোক না কেন, তার কিছু না কিছু অর্থ থাকেই। স্বপ্নে কন্যাসন্তান জন্মাতে দেখার নানা অর্থ হয়। জেনে নিন সেই ব্যাপারেই।
স্বপ্নে কন্যাসন্তান জন্মাতে দেখার অর্থ কী?
১) স্বপ্নে যদি দেখেন কন্যাসন্তান জন্মগ্রহণ করেছে, তা হলে জানবেন জীবনের সকল জটিল অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। শীঘ্রই জীবন সহজতর হয়ে উঠবে। আর যদি কোনও বাধা আসেও, তা সহজেই কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
২) কোনও অন্তঃসত্ত্বা নারী যদি স্বপ্ন দেখেন যে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, তা হলে পুত্রসন্তান হওয়ার সম্ভাবনা বেশি।
৩) স্বপ্নে ছোট্ট বা নবজাত শিশুকন্যার কান্নার আওয়াজ শুনতে পেলে বুঝবেন অনেক দিনের আটকে থাকা কোনও জটিল সমস্যার সমাধান হতে পারে।
৪) ভারী চেহারার কন্যাসন্তান জন্মানোর স্বপ্ন দেখলে বুঝবেন সামনের দিনগুলি সুখকর ও মধুর হতে চলেছে। এ ছাড়া প্রচুর ধনসম্পত্তি বৃদ্ধি হতে পারে।
৫) স্বপ্নে কন্যাসন্তানকে জন্মাতে দেখলে বুঝবেন জীবনে সুখের দিন আসতে চলেছে। নানা রকম দুশ্চিন্তার হাত থেকে আপনি এ বার মুক্তি পাবেন।