—প্রতীকী ছবি।
আমাদের বাড়িতে থাকা প্রতিটি জিনিসেরই কিছু না কিছু প্রভাব আমাদের বাস্তুর উপর পড়ে। বাস্তুশাস্ত্র এমনটাই দাবি করে। তাই বাড়ির ভিতর ও বাইরে, উভয় ক্ষেত্রেই যে কোনও জিনিস রাখার আগে সেটি কোথায় রাখা শুভ হবে সেটা বিবেচনা করে নেওয়া জরুরি। বাড়িতে নিমগাছ থাকা শুভ। তবে কোন দিকে রাখছেন সেটা দেখা জরুরি। এরই সঙ্গে কিছু উপায় রয়েছে যা নিমগাছ-সহ করতে পারলে খুব ভাল ফলপ্রাপ্তি ঘটে।
নিমগাছ বাড়ির কোন দিকে লাগাতে হবে?
বাড়ির দক্ষিণ দিক বা পশ্চিম দিক নিমগাছ লাগানোর জন্য আদর্শ। বিশেষ করে বাড়ির দক্ষিণ দিকে নিমগাছ লাগানো খুবই শুভ মনে করা হয়। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভাল থাকে, রোগমুক্তি ঘটে। বাড়ির সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
উপায়: