Vastu Tips

শনি থেকে কেতু, দুই ‘দুষ্টু’ গ্রহকে শায়েস্তা করতে কার্যকরী নিম! বাড়ির কোন দিকে এই গাছ লাগাবেন?

বাড়ির ভিতর ও বাইরে, উভয় ক্ষেত্রেই যে কোনও জিনিস রাখার আগে সেটি কোথায় রাখা শুভ হবে সেটা বিবেচনা করে নেওয়া জরুরি।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১১:৫৯
Share:

—প্রতীকী ছবি।

আমাদের বাড়িতে থাকা প্রতিটি জিনিসেরই কিছু না কিছু প্রভাব আমাদের বাস্তুর উপর পড়ে। বাস্তুশাস্ত্র এমনটাই দাবি করে। তাই বাড়ির ভিতর ও বাইরে, উভয় ক্ষেত্রেই যে কোনও জিনিস রাখার আগে সেটি কোথায় রাখা শুভ হবে সেটা বিবেচনা করে নেওয়া জরুরি। বাড়িতে নিমগাছ থাকা শুভ। তবে কোন দিকে রাখছেন সেটা দেখা জরুরি। এরই সঙ্গে কিছু উপায় রয়েছে যা নিমগাছ-সহ করতে পারলে খুব ভাল ফলপ্রাপ্তি ঘটে।

Advertisement

নিমগাছ বাড়ির কোন দিকে লাগাতে হবে?

বাড়ির দক্ষিণ দিক বা পশ্চিম দিক নিমগাছ লাগানোর জন্য আদর্শ। বিশেষ করে বাড়ির দক্ষিণ দিকে নিমগাছ লাগানো খুবই শুভ মনে করা হয়। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভাল থাকে, রোগমুক্তি ঘটে। বাড়ির সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

Advertisement

উপায়:

  • নিমগাছের পুজো করলে শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে নিমগাছের পুজো করলে খুব ভাল ফল পাওয়া যায়। শনিদেবের রোষ থেকে মুক্তি মেলে।
  • প্রতি দিন স্নানের জলে নিমপাতা দিয়ে স্নান করলে নানা গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।
  • শাস্ত্রে নিমগাছকে মঙ্গল গ্রহের সঙ্গে তুলনা করা হয়। মনে করা হয়, এটি মঙ্গলের রূপ। তাই বাড়ির দক্ষিণ কোণে এই গাছ লাগিয়ে নিয়মিত এর পুজো করলে জন্মছকে মঙ্গলের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। কেতুর কুপ্রভাবও হ্রাসপ্রাপ্ত হয়।
  • নিমকাঠ দিয়ে যজ্ঞ করলে শনিকে শান্ত করা যায়। আবার নিমকাঠের মালা পরলেও শনির দোষ থেকে মুক্তি পেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement