প্রেমের প্রস্তাব দেওয়ার সময়ে কোন রঙের পোশাক পরা উচিত

মানুষ যুগে যুগে প্রেমে পড়েছে এবং পড়বেও। এখন দেখে নেওয়া যাক প্রেমের প্রস্তাব দিতে বা প্রেম করার সময় বা সাক্ষাতের সময় কোন রাশির জাতক/জাতিকা কোন রঙের পোশাক পরবেন— আপনার রাশি অনুযায়ী রং মিলিয়ে ব্যবহার করুন আপনার পোশাক—

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৮ ০০:০০
Share:

মানুষ যুগে যুগে প্রেমে পড়েছে এবং পড়বেও। এখন দেখে নেওয়া যাক প্রেমের প্রস্তাব দিতে বা প্রেম করার সময় বা সাক্ষাতের সময় কোন রাশির জাতক/জাতিকা কোন রঙের পোশাক পরবেন—

Advertisement

আপনার রাশি অনুযায়ী রং মিলিয়ে ব্যবহার করুন আপনার পোশাক—

মেষ: লাল, কমলা, হলুদ, সাদা, ক্রিম রঙের।

Advertisement

বৃষ: সাদা, আকাশি, সবুজ, নীল, ঘিয়ে।

মিথুন: সবুজ, সাদা, নীল, আকাশি।

কর্কট: সাদা, ধুসর, স্টিল কালার, হলুদ, লাল, গোলাপি।

সিংহ: সোনালি, হলুদ, গোলাপি।

কন্যা: সবুজ, সাদা, নীল, বেগুনি, আকাশি।

তুলা: সাদা, আকাশি, নীল, সবুজ।

বৃশ্চিক: লাল, কমলা, পিঁয়াজি, হলুদ।

ধনু: হলুদ, লাল, কমলা, সাদা, গোলাপি।

মকর: নীল, আকাশি, বেগুনি, সাদা।

কুম্ভ: নীল, আকাশি, বেগুনি, সাদা।

মীন: হলুদ, লাল, কমলা, সাদা, পিঙ্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement