হাজার অনুরোধ সত্ত্বেও খাবেন না খাবারের শেষ অংশ, কেন জানেন?

না জেনে আমরা অনেকেই খাবারের শেষ অংশটুকুও খেয়ে ফেলি। কিন্তু জানেন কি খাবারের শেষ অংশ কখনও খেতে নেই। একটু উচ্ছিষ্ট সব সময় খাবারের প্লেটে রেখে দিতে হয়। কোথাও নিমন্ত্রণ হোক বা পার্টি, বাড়ি হোক বা অফিস, যদি কেউ হাজার অনুরোধ করে, তাও খাবারের শেষ অংশটুকু কখনও খাবেন না। খাবারের শেষ অংশ পর্যন্ত খেয়ে ফেলা বাস্তুশাস্ত্রের নিয়ম বিরুদ্ধ কাজ।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৯ ০০:০০
Share:

না জেনে আমরা অনেকেই খাবারের শেষ অংশটুকুও খেয়ে ফেলি। কিন্তু জানেন কি খাবারের শেষ অংশ কখনও খেতে নেই। একটু উচ্ছিষ্ট সব সময় খাবারের প্লেটে রেখে দিতে হয়। কোথাও নিমন্ত্রণ হোক বা পার্টি, বাড়ি হোক বা অফিস, যদি কেউ হাজার অনুরোধ করে, তাও খাবারের শেষ অংশটুকু কখনও খাবেন না। খাবারের শেষ অংশ পর্যন্ত খেয়ে ফেলা বাস্তুশাস্ত্রের নিয়ম বিরুদ্ধ কাজ।

Advertisement

বাস্তুমতে খাবারের শেষ অংশ খাওয়া মানে যেচে দুর্ভাগ্যকে সঙ্গী করে নেওয়া। এ ছাড়াও নানা বিপত্তি নেমে আসে যদি খাবারের শেষ অংশ খেয়ে ফেলা হয়।

দেখে নেওয়া যাক খাবারের শেষ অংশ খেয়ে ফেলা কেন উচিত নয়—

Advertisement

• যদি কেউ ক্রমাগত খাবারের শেষ অংশ খেয়ে ফেলতে থাকেন, তা হলে দুর্ভাগ্য যেমন তাঁর পিছু ছাড়ে না, ঠিক তার পাশাপাশি জীবন দুঃখ কষ্টে জর্জরিত হয়ে ওঠে।

• খাবারের শেষ অংশ খেয়ে ফেললে সমাজে প্রতিপত্তি বৃদ্ধিতে বাধা আসে।

• যদি কেউ ক্রমশই এমনটা করতে থাকেন, তা হলে তিনি সঙ্গী-সুখ থেকে বঞ্চিত হতে পারেন।

আরও পড়ুন: বেডরুমে টিভি বা অন্য কোনও মিউজিক সিস্টেম রাখেননি তো?

• নিজের সাফল্যের পথ পরিষ্কার রাখতে এবং নিজের দীর্ঘায়ু কামনার্থে কখনওই খাবারের শেষ অংশ খাবেন না।

• বিশেষ করে জেনে রাখা প্রয়োজন যে, অনেকেই খাবারের শেষ অংশ রেখে দেন কাক, কুকুর বা অন্য পশুপাখিকে খাওয়ানোর জন্য। কিন্তু বাস্তুমতে এ রকম করা একদ মই ঠিক নয়। যদি পশুপাখিকে খেতে দিতেই হয়, তা হলে খাওয়ার আগে তুলে রাখা উচিত বা অন্য খাবার থেকে দেওয়া উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন