আপনার জন্মতারিখই বলে দেবে আপনার ভবিষ্যৎ

এদের মধ্যে প্রবল আকর্ষণীয় শক্তি রয়েছে, যা অন্যদের কে মুগ্ধ করে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ০০:০১
Share:

জন্ম তারিখ ১৫ হলেঃ-

Advertisement

১। এই জন্মতারিখের মধ্যে এক(সূর্য), পাঁচ(বুধ), ছয়(শুক্র)- এর প্রভাব দেখা যায়।

২। এদের মধ্যে প্রবল আকর্ষণীয় শক্তি রয়েছে, যা অন্যদের কে মুগ্ধ করে।

Advertisement

৩। এরা সুবক্তা হয়।

৪। এরা মিউজিক, আর্ট, কণ্টিং পছন্দ করে।

৫। যদিও বিলাসিতা এরা পছন্দ করে তথাপি সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেও পারে।

৬। এরা খুবই ইন্টেলিজেন্ট হয়।

৭। এরা শান্তিপূর্ণভাবে থাকতে পছন্দ করে। তবে যে কোনও প্রকার ক্রিটিসিজম এদের হতাশ করে।

৮। এদের যে কোনও প্রকার টেনশন থেকে নিজেকে দূরে রাখা খুব ভালো।

৯। এরা খুবই ভদ্র স্বভাবের হয়।

১০। এরা সঙ্কল্পে দৃঢ় থাকে।

১১। এরা বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে সহযোগিতা লাভ করে।

১২। উপার্জনের জন্য এটি খুব ভাল নাম্বার।

১৩। যে প্রফেশনে এরা সফল হতে পারেন সেগুলো হলো টিচিং, পাবলিশিং, আর্টস, এবং মেডিকেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement