Emotional Fool Zodiac Signs

কান্না তাঁদের জীবনসঙ্গী! জীবনে যে কোনও অবস্থায় মানুষকে বিশ্বাস করে প্রতারিত হতে হয় যে পাঁচ রাশিকে

পাঁচ রাশির মানুষ রয়েছেন যাঁরা অন্যদের থেকে একটু বেশিই নির্বোধ। এঁরা বুঝেও বোঝেন না, ফলে প্রতারণার শিকার হন বেশি।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৫:০০
Share:

—প্রতীকী ছবি।

পৃথক পৃথক মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য হয় ভিন্ন ভিন্ন। কোনও মানুষ চালাক তো কেউ বোকা, কেউ সব কিছুর বিচার যুক্তি দিয়ে করতে ভালবাসেন, তো কেউ আবেগে ভাসেন। হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমনই মানুষদের মধ্যেও নানা বৈচিত্র দেখা যায়। পাঁচ রাশির মানুষ রয়েছেন যাঁরা অন্যদের থেকে একটু বেশিই নির্বোধ। এঁরা বুঝেও বোঝেন না, ফলে প্রতারণার শিকার হন বেশি। জেনে নিন তাঁরা কারা?

Advertisement

কোন পাঁচ রাশির মানুষ সম্পর্কে প্রতারিত হন?

মেষ: যে কোনও মানুষকে বিশ্বাস করার আগে মেষ রাশির মানুষেরা দু’বার ভাবেন না। কোনও কিছু যাচাই করে দেখার স্বভাব এঁদের রাশিগত প্রকৃতিতে নেই। ফলে এই রাশির মানুষকে খুব সহজেই ঠকানো যায়। নিজেদের বোকামির ফাঁদে মেষ রাশির ব্যক্তিরা নিজেরাই পড়েন।

Advertisement

সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা মনের দিক থেকে খুব ভাল হন। যে কোনও পরিস্থিতির বিচার এঁরা মাথা দিয়ে না করে মন দিয়ে করেন। আর এঁদের মন সর্বদা সঠিক হয় না। এর ফলে সিংহ রাশির ব্যক্তিদের ঠকতে হয়। মানুষের জন্য অনেক কিছু করেও বিপরীতে কিছুই পান না।

তুলা: কাছের মানুষের দুঃখকে তুলা রাশির জাতক-জাতিকারা নিজের দুঃখ মনে করে বসেন। তাঁদের যে কোনও দরকারে পাশে দাঁড়াতে কুণ্ঠাবোধ করেন না। কিন্তু মানুষেরা তাঁদের এই ভালমানুষির সুযোগ নেয়। শেষে গিয়ে তুলা রাশির মানুষকে একাই কাঁদতে হয়। নিজেদের দরকারে এঁরা কাউকে পাশে পান না।

কুম্ভ: কেউ একটু ভাল করে কথা বললেই কুম্ভ রাশির মানুষেরা গলে যান, মনও দিয়ে বসেন। উল্টো দিকের মানুষের উদ্দেশ্যটা ঠিক কী সেটা যাচাই করে দেখতে যান না। এর ফলে বহু ক্ষেত্রে এঁদের প্রতারিত হতে হয়।

মীন: আবেগতাড়িত মীন রাশির ব্যক্তিদের বিচারবুদ্ধি প্রায় কাজ করে না বললেই চলে। আবেগ যা বলে, এঁরা তাই করেন। এর ফলে জীবনের প্রায় সকল ক্ষেত্রেই মীন রাশির ব্যক্তিদের প্রতারণার শিকার হতে হয়। এঁরা সর্বদা ভুল মানুষকেই বিশ্বাস করেন এবং শেষে গিয়ে কাঁদেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement