Rajya Sabha

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ উচ্চ মাধ্যমিকের ফল। নম্বর জানা যাবে আনন্দবাজার অনলাইনে। ৫৭টি আসনে রাজ্যসভার ভোট। অনুব্রতের দেহরক্ষীকে হাজির করানো হবে আদালতে। আজ নজরে আর যা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ০৭:৩৭
Share:

ফাইল চিত্র।

আজ, শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। বেলা ১১টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক বৈঠকে সার্বিক ফলাফল এবং মেধাতালিকা ঘোষণা হবে। বেলা ১২টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজের নিজের নম্বর দেখতে পারবেন পরীক্ষার্থীরা। আনন্দবাজার অনলাইনের ওয়েব সাইটে গিয়েও দেখা যাবে নম্বর।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

রাজ্যসভার ভোট

Advertisement

আজ ১৫টি রাজ্যের ৫৭টি রাজ্যসভা আসনে ভোটগ্রহণ রয়েছে। তবে তার মধ্যে পশ্চিমবঙ্গ নেই। ওই ভোটের দিকে নজর থাকবে।

সায়গলকে তোলা হবে আদালতে

বৃহস্পতিবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই। আজ তাঁকে আদালতে হাজির করানো হবে।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় আজ কলকাতা হাই কোর্টে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআইয়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে উঠবে মামলাটি।

প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ মামলা

প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের একটি মামলা টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে চন্দন মণ্ডল নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নির্দেশ সিবিআইকে দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই দিকে আজ নজর থাকবে।

বিধানসভার অধিবেশন

বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ দুপুর ১টায়। শোক প্রস্তাবেই প্রথম দিনের অধিবেশন শেষ করা হবে।

তৃণমূলের বৈঠক

বিধানসভার নৌশার আলি হলে আজ দুপুর ২টোয় তৃণমূল পরিষদীয় দলের বৈঠক রয়েছে। সেখানে কী বিষয় নিয়ে আলোচনা হল সে দিকে নজর থাকবে।

মহারাষ্ট্র, দিল্লি, কর্নাটক, কেরল-সহ দেশের সার্বিক কোভিড পরিস্থিতি

দেশ জুড়ে ভয় বাড়াচ্ছে করোনা। এক ধাক্কায় ৪০ শতাংশ বাড়ল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে আক্রান্তের নিরিখে দু’হাজারের গণ্ডি পেরোল মহারাষ্ট্র এবং কেরল। উদ্বেগ বাড়িয়ে দৈনিক আক্রান্তের নিরিখে কেরলকে ছাপিয়ে আগেই শীর্ষে পৌঁছেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৭০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছে কেরল। সেখানে গত এক দিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭১ জন। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা শেষ পাঁচ দিনে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে আজ সারা দেশের করোনা সংক্রমণের দিকে নজর থাকবে।

রোদ্দূর রায়ের খবর

বৃহস্পতিবার রোদ্দূর রায়কে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজ ওই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে বিতর্ক

জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের পর বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে বিতর্ক এ রাজ্যেও ছড়িয়ে পড়েছে। ওই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।

রঞ্জি ট্রফির ম্যাচ

আজ রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালের পঞ্চম দিন। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে বাংলা বনাম ঝাড়খণ্ডের খেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement