যোগীর রাজ্যেই হিন্দিতে ফেল ১০ লক্ষ!

যোগী আদিত্যনাথের রাজ্যে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ২৭ এপ্রিল। দুই স্তর মিলিয়ে হিন্দিতে ফেল করেছে প্রায় ১০ লক্ষ পড়ুয়া। মোট পরীক্ষার্থীর ২০ শতাংশই হিন্দি ভাষার পরীক্ষায় পাশ করতে পারেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০১৯ ০৩:২৫
Share:

নরেন্দ্র মোদী সরকারের নয়া খসড়া শিক্ষানীতি প্রকাশিত হয়েছে গত কালই। তাতে অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দি আবশ্যক করার প্রস্তাব রয়েছে বলে দাবি নানা শিবিরের। দেশের নানা প্রান্ত থেকে শুরু হয়েছে প্রতিবাদ। টুইটারে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ‘স্টপহিন্দিইমপোজিশন’ হ্যাশট্যাগ। এরই মধ্যে সামনে এসেছে হিন্দি বলয়ের অন্যতম রাজ্য উত্তরপ্রদেশে হিন্দি শিক্ষার করুণ চিত্রের এক ঝলক।

Advertisement

যোগী আদিত্যনাথের রাজ্যে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ২৭ এপ্রিল। দুই স্তর মিলিয়ে হিন্দিতে ফেল করেছে প্রায় ১০ লক্ষ পড়ুয়া। মোট পরীক্ষার্থীর ২০ শতাংশই হিন্দি ভাষার পরীক্ষায় পাশ করতে পারেনি।

উত্তরপ্রদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সচিব নীনা শ্রীবাস্তবের কথায়, ‘‘কেন হিন্দিতে এত পড়ুয়া ফেল করেছে তার কারণ নিশ্চিত করে বলা কঠিন। হতে পারে পড়ুয়ারা অন্য বিষয়ের চেয়ে হিন্দিকে কম গুরুত্ব দিয়েছে।’’ কাকোরি-র বাবু ত্রিলোকী সিংহ ইন্টার কলেজের অধ্যক্ষ আর কে সিংহ বলেন, ‘‘এই রাজ্যে অধিকাংশ পড়ুয়ার মাতৃভাষা হিন্দি। তাই তারা হিন্দিকে বিশেষ গুরুত্ব দেয় না। কিন্তু বিষয় হিসেবে হিন্দিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।’’

Advertisement

শুধু তা-ই নয়, সম্প্রতি খোদ নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে গুজরাতি শিক্ষার বেহাল দশা সামনে এসেছিল। সে রাজ্যে দশম শ্রেণির পরীক্ষায় গুজরাতি মাধ্যম স্কুলের চেয়ে ইংরেজি মাধ্যম স্কুলে পাশের হার ২৩.৫৩ শতাংশ বেশি। ইংরেজি মাধ্যম স্কুলে পাশের হার যেখানে ৮৮.১১ শতাংশ, সেখানে গুজরাতি মাধ্যম স্কুলে পাশ করেছে ৬৪.৫৮ শতাংশ পড়ুয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন