Pahalgam Attack

পহেলগাঁও সন্ত্রাসের পরে বন্ধ করা হয়েছিল, জম্মু ও কাশ্মীরের সেই ১২টি পর্যটনকেন্দ্র খুলছে সোমবার

গত ২২ এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডের পর নিরাপত্তা সংক্রান্ত কারণে বন্ধ রাখা হয়েছিল কাশ্মীর উপত্যকার সাত এবং জম্মুর পাঁচটি পর্যটনকেন্দ্র। সোমবার থেকে সেগুলি খুলে দেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৫
Share:

জঙ্গিহানার পরে বৈসরন উপত্যকা। —ফাইল চিত্র।

দুর্গাপুজোর মরসুমে জম্মু ও কাশ্মীরের নতুন ১২টি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার কথা ঘোষণা করা হল। শুক্রবার এ কথা ঘোষণা করেছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। গত ২২ এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডের পর নিরাপত্তা সংক্রান্ত কারণে থেকে সেগুলি বন্ধ রাখা হয়েছিল।

Advertisement

১২টি পর্যটনকেন্দ্রের মধ্যে সাতটি কাশ্মীর উপত্যকার— আরু ভ্যালি, র‌্যাফটিং পয়েন্ট ইয়ান্নের, আক্কাদ পার্ক, পাদশাহি পার্ক এবং কামান পোস্ট। এ ছাড়া হয়েছে জম্মুর পাঁচটি পর্যটনস্থল। এগুলি হল দাগন টপ, রামবন, কাঠুয়ার ধাগ্গার, রিয়াসি এবং সালালের শিব গুহা। শুক্রবার শ্রীনগরের রাজভবনে লেফটেন্যান্ট গভর্নরের উপস্থিতিতে ‘ইউনিফাইড হেডকোয়ার্টার্স’-এর বৈঠকে সুরক্ষাজনিত পদক্ষেপ পর্যালোচনার পরে সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে ওই ১২টি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবারের ওই বৈঠকে জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব অটল দুল্লোর পাশাপাশি শীর্ষ সেনা ও পুলিশ আধিকারিক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরাও ছিলেন ওই বৈঠকে। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২৬ জনকে খুন করেছিল পাকিস্তানি সন্ত্রাসবাদীরা। তার পরেই ‘সম্ভাব্য’ নাশকতার আশঙ্কায় ওই পর্যটনকেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক অস্থিরতার সৃষ্টি হয়। গত ৭ মে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করেছিল। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। চার দিনের সামরিক সংঘাতের পরে যুদ্ধবিরতি হলেও নিয়ন্ত্রণরেখায় (এলওসি) এখনও উত্তেজনার রেশ রয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement