Kidnap

Delhi: রাগের বশে বন্ধুকে অপহরণ, এমনকি হত্যাও! জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার দিল্লি পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ও অভিযুক্তের মধ্যে কিছু ব্যক্তিগত কারণে ঝামেলা চলছিল।সেই থেকেই বন্ধুর বিরুদ্ধে প্রতিশোধের বীজ দানা বাঁধে অভিযুক্তের মনে

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ১৩:১০
Share:

বালকটি বাড়ি ফিরে না আসায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার প্রতীকী ছবি

দিল্লির রোহিণী অঞ্চলে একটি আট বছর বয়সি বালককে অপহরণ করে হত্যা করেছে ১৩ বছরের এক কিশোর।

Advertisement

অভিযুক্তকে সোমবার গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

নিহত ও অভিযুক্তের মধ্যে বেশ কিছু দিন থেকেই ঝামেলা চলছিল। পুলিশ সূত্রে খবর, রাগের বশে প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ।

গত শনিবার বিকেলে বালকটি বাড়ি ফিরে না আসায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। ছেলেটি বন্ধুর বাড়িতে খেলতে গিয়েছিল বলেই তাঁরা জানতেন। অভিযোগ পেয়ে শীঘ্রই তদন্তে নামে রোহিণী থানার পুলিশ। প্রথমে খোঁজ না পেলেও পরে জানা যায়, ১৩ বছরের কিশোরটি তার বন্ধু। নিজেদের মধ্যে ঝগড়ার পর অভিযুক্ত ছেলেটিকে অপহরণ করে জঙ্গলের ভিতরে নিয়ে যায় এবং হত্যা করে। পুলিশ আধিকারিকেরা জঙ্গল থেকে বালকটির মৃতদেহ উদ্ধার করেছেন।

রোহিণী থানার পুলিশ ডেপুটি কমিশনার প্রণব তয়াল জানান, “ছেলেটিকে পাথর ছুড়ে মেরে অভিযুক্ত নিহতের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।”

তিনি জানান, ছেলেটির মায়ের টাকা পয়সা সহ আরও কিছু জিনিস হারনো নিয়ে দু’জনের ঝগড়া শুরু হয়। পরে রাগের বশবর্তী হয়ে হত্যা করে বালকটিকে ।

জানা গিয়েছে, নিহতের বাবা ও মা দুজনেই দিনমজুরের কাজ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন