National News

দিল্লি: ‘বন্ধু’রাই গণধর্ষণ করল জন্মদিনের পার্টিতে

জন্মদিনের পার্টিতে ডেকে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল তারই বন্ধুদের বিরুদ্ধে। গত ১৩ ডিসেম্বর পশ্চিম দিল্লির উত্তম নগরের ঘটনা। অভিযুক্তদের মধ্যে এক নাবালকও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ১৪:২৩
Share:

প্রতীকী ছবি।

জন্মদিনের পার্টিতে ডেকে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল তারই বন্ধুদের বিরুদ্ধে। গত ১৩ ডিসেম্বর পশ্চিম দিল্লির উত্তম নগরের ঘটনা। অভিযুক্তদের মধ্যে এক নাবালকও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, স্কুলে যাবে বলে সকাল ৭টা বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই কিশোরী। কিন্তু স্কুলে না গিয়ে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যায় সে। অভিযোগ, পার্টিতে ঠান্ডা পানীয়ের সঙ্গে উত্তেজক কিছু মিশিয়ে দেওয়া হয় আগে থেকেই। তাঁকে জোর করা হয় ওই পানীয় খেতে। সেটা খেয়ে কিশোরী অচৈতন্য হয়ে পড়লে গণধর্ষণ করে তিন বন্ধু। শুধু তাই নয়, জ্ঞান ফিরলে তাঁকে একটি ঘরে আটকে রেখে সন্ধে পর্যন্ত এই কাণ্ড চলে বলে পুলিশকে জানিয়েছে সে। তার পর গাড়িতে তুলে তাঁকে একটি হাসপাতালের সামনে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।

আরও খবর: লিফ‌্ট দেওয়ার নামে গাড়িতে তুলে ধর্ষণ তরুণীকে

Advertisement

পুলিশ জানিয়েছে, বেশ কিছু ক্ষণ পর কিশোরীর জ্ঞান ফিরলে স্থানীয়দের সহযোগিতায় বাড়িতে পৌঁছন। পুরো ঘটনাটি জানিয়ে পুলিশে একটি অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার।

তাঁদের অভিযোগের ভিত্তিতে এক নাবালক-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ৩৭৬ ডি (গণধর্ষণ) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement