National News

মিনিবাস উল্টে উত্তরপ্রদেশে মৃত ১৪

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মিনিবাস উল্টে মারা গেলেন ১৪ জন। আহত অন্তত ২৫। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের এটা জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ০৯:৪০
Share:

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মিনিবাস উল্টে মারা গেলেন ১৪ জন। আহত অন্তত ২৫।

Advertisement

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের এটা জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবোঝাই মিনিবাসটি সারকোলি থেকে আগরার দিকে যাচ্ছিল। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে তা উল্টে যায়। এর পর ব্রিজের রেলিং ভেঙে তা নীচের বাঁধে গিয়ে পড়ে। পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে যায়।

আরও পড়ুন

Advertisement

হিরের টুকরো যতীন যেন দ্বিতীয় মাল্য

দুর্ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড়।

দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে উদ্ধারকাজে নামে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহতদের আগরা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এটার জেলাশাসক অমিত কিশোর।

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement