উদ্ধার ১৪ কিশোর

আজ দুপুরে রাঁচি স্টেশন থেকে ১৪ জন কিশোরকে উদ্ধার করা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ১৪ জন কিশোরকে রেস্তোরাঁয় কাজ দেওয়ার নাম করে বোকারো নিয়ে যাচ্ছিল কয়েকজন এজেন্ট। শিশু ও কিশোর পাচারের বিরুদ্ধে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থার কয়েক জন কর্মীর ওই কিশোরদের গতিবিধি দেখে সন্দেহ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০৪:০৩
Share:

আজ দুপুরে রাঁচি স্টেশন থেকে ১৪ জন কিশোরকে উদ্ধার করা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ১৪ জন কিশোরকে রেস্তোরাঁয় কাজ দেওয়ার নাম করে বোকারো নিয়ে যাচ্ছিল কয়েকজন এজেন্ট। শিশু ও কিশোর পাচারের বিরুদ্ধে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থার কয়েক জন কর্মীর ওই কিশোরদের গতিবিধি দেখে সন্দেহ হয়। তাঁরা ওই কিশোরদের জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হতে না পেরে জিআরপিতে খবর দেয়। পুলিশ এসে ওই কিশোরদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এজেন্টকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে, ওই কিশোররা রাঁচি ও তার আশপাশের বাসিন্দা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement