Molester

শ্লীলতাহানির চেষ্টা, বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ পড়ুয়ার

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়া ওই ছাত্রীকে উদ্ধার করেন রেলকর্মীরা। জিআরপিকে খবর দেন। জিআরপি গুরুতর জখম ওই নাবালিকাকে কাছের হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর জানা যায়, পড়ে গিয়ে তার পা ভেঙে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ১৫:৫৮
Share:

ছবি প্রতীকী।

বাড়ি ফিরতে রাতের ট্রেনে মহিলা কামরায় উঠেছিল সে। কিন্তু সেখানে এক যুবক তাকে নিগ্রহ করার চেষ্টা করে। শেষে তার হাত থেকে বাঁচতে, চলন্ত সেই ট্রেন থেকেই ঝাঁপ দিতে হয় বছর চোদ্দোর এক পড়ুয়াকে। ঘটনায় মারাত্মক ভাবে জখম হয় সে। তার পা ভেঙেছে। মাথায় ২০টি সেলাইও পড়েছে। মুম্বইয়ের ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে এখনও ধরতে পারেনি পুলিশ। তার খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

আরও পড়ুন
যেন সিনেমা! প্লাস্টিক সার্জারি করে একের পর এক গাড়ি চুরি

পুলিশ জানিয়েছে, রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) স্টেশন থেকে অষ্টম শ্রেণির ওই ছাত্রী কল্যাণমুখী একটি ট্রেনে ওঠে। কামরায় ওই নাবালিকা একাই ছিল। ট্রেন ছাড়ার ঠিক আগের মুহূর্তে ওই কামরায় এক যুবক দৌ়ড়ে ওঠে। উঠেই সে নাবালিকার দিকে এগোতে শুরু করে বলে অভিযোগ। ভয় পেয়ে মেয়েটি ট্রেনের চেন টেনে চালকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। কিন্তু, তাতে কোনও কাজ হয়নি। মিড ডে-কে ওই পড়ুয়া বলে, ‘‘ট্রেনটি ছাড়ার পরমুহূর্তেই গোলাপি টি-শার্ট পরা ওই যুবকটি কামরায় দৌড়ে ওঠে। আমি ওকে নেমে যেতে বলি। কিন্তু, সে কথা না শুনে সে আমার দিকে এগিয়ে আসতে থাকে। চেন টেনে ট্রেনটি থামানোর চেষ্টা করি। কিন্তু, তাতে কাজ হয়নি।’’

Advertisement

ওই পড়ুয়ার বয়ান অনুযায়ী, এর পর যুবকটি তাকে ‘শাট আপ’ বলে খুব দ্রুত এগিয়ে আসতে থাকে। ট্রেনটি তখন প্ল্যাটফর্ম ছেড়ে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। সেই সময় লাইনের ধারে বেশ কয়েক জন রেলকর্মী কাজ করছিলেন। নাবালিকার কথায়, ‘‘আমার আর কিছু করার ছিল না। ওই যুবকের ভঙ্গি দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই। রেলকর্মীদের দেখে আমার কেন জানি না মনে হল, ঝাঁপ দিলে ওরা আমাকে উদ্ধার করতে পারবেন। তাই নিজেকে বাঁচাতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিই।’’

আরও পড়ুন
রাজধানীতে টিকিট কনফার্ম না হলে এ বার উড়ানে দিল্লি?

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়া ওই ছাত্রীকে উদ্ধার করেন রেলকর্মীরা। জিআরপিকে খবর দেন। জিআরপি গুরুতর জখম ওই নাবালিকাকে কাছের হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর জানা যায়, পড়ে গিয়ে তার পা ভেঙে গিয়েছে। চিকিৎসকেরা সেখানে প্লাস্টার করেন। তার মাথাতেও গুরুতর আঘাত লেগেছে। সেখানে ২০টি সেলাইও পড়েছে। নাবালিকার বাবা জানিয়েছেন, ‘‘অলৌকিক ভাবে আমার মেয়ে বেঁচে গিয়েছে। ওর সঙ্গে আরও ভয়ানক কিছু হতে পারত। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য রেলকে পদক্ষেপ করতে হবে।’’

জিআরপি-র তরফে জানানো হয়েছে, সিএসএমটি স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তার ছবি বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই ফুটেজে দেখা গিয়েছে, যুবকটি ট্রেন ছাড়ার মিনিট পনেরো আগে থেকেই প্ল্যাটফর্মে ঘুর ঘুর করছিল। ওই ট্রেনটি ছাড়ার পরমুহূর্তেই সে দৌড়ে মহিলা কামরায় ওঠে। ঘটনাটি নিয়ে মামলা রুজু করেছে রেল পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন