Mars in Capricorn January 2026

বছরের শুরুতেই শনির রাশিতে মঙ্গল, গ্রহ সেনাপতির গোচরে মঙ্গলময় সময় চার রাশির, ব্যবসার ক্ষেত্রে দারুণ উন্নতি

২০২৬-এর উপর প্রভাব থাকবে রবির। আগত বছরের প্রথম দিকেই রাশি বদলাবে মঙ্গল। প্রবেশ করবে শনির রাশি মকরে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৪১
Share:

—প্রতীকী ছবি।

নতুন বছরকে স্বাগত জানাতে বাকি আর হাতেগোনা কয়েকটি দিন। তার পরই ২০২৫ হবে অতীত। আমরা মেতে উঠব ২০২৬ নিয়ে। ২০২৬-এর উপর প্রভাব থাকবে রবির। আগত বছরের প্রথম দিকেই রাশি বদলাবে মঙ্গল। প্রবেশ করবে শনির রাশি মকরে। জানুয়ারির ১৬ তারিখ মঙ্গল রাশি বদলে মকরে প্রবেশ করবে, ফেব্রুয়ারির প্রায় শেষ পর্যন্ত সেখানেই থাকবে। তার পর মঙ্গল স্থান বদলে কুম্ভে যাবে। বছরের শুরুতেই মঙ্গলের মকরে প্রবেশ প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসবে। এর ফলে লাভবান হতে পারেন চার রাশির ব্যক্তিরা। তালিকায় কারা।

Advertisement

মঙ্গলের মকরে প্রবেশে কারা লাভবান হবেন?

মেষ: মঙ্গলের শুভ প্রভাবে মেষ রাশির জাতক-জাতিকারা ব্যবসায় প্রভূত উন্নতি লাভ করবেন। ব্যবসা সম্পর্কিত সকল পরিকল্পনায় সফলতা পাবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে। বছরের শুরুটা পরিবারের সকলের সঙ্গে আনন্দ করে কাটাতে পারবেন। তবে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আনন্দে মেতে গিয়ে বেশি তেলমশলা যুক্ত খাবার খেয়ে নিলে চলবে না।

Advertisement

কর্কট: আবেগের উপর খুব ভাল নিয়ন্ত্রণ রাখতে পারবেন কর্কট রাশির জাতক-জাতিকারা। এই রাশির ব্যক্তিদের সম্পর্কের বন্ধন মজবুত হবে, সমস্ত জট কেটে গিয়ে সুখের সময় শুরু হতে পারে। কর্মক্ষেত্রে চলতে থাকা নানা সমস্যার হাত থেকেও মুক্তি পাবেন। সব মিলিয়ে ২০২৬-এর শুরুটা মঙ্গলের সুপ্রভাবে কর্কটা রাশির ব্যক্তিদের মনের মতো হবে।

সিংহ: গ্রহ সেনাপতির রাশি পরিবর্তনে সিংহ রাশির ব্যক্তিরা দারুণ ফল পাবেন। যে সকল সিংহ রাশির জাতক-জাতিকারা শিক্ষার সঙ্গে যুক্ত, তাঁদের একাগ্রতা বৃদ্ধি পাবে। মঙ্গলের মকরে থাকাকালীন সময়কালে কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে খুব ভাল ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে খুব ভাল ফল পাবেন। আর্থিক সমস্যা ধীরে ধীরে জীবন থেকে দূর হবে।

মকর: মকরের ঘরেই প্রবেশ করছে মঙ্গল। তাই এই রাশির জাতক-জাতিকারা খুব ভাল ফল পেতে চলেছেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যে কোনও কঠিন সিদ্ধান্ত ঠান্ডা মাথায় গ্রহণ করতে পারবেন। চাকরি বদলের ইচ্ছা থাকলে এই সময় চেষ্টা করে দেখতে পারেন। মনের মতো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রও মজবুত হবে। মঙ্গলের আগমনে জীবন মঙ্গলময় হয়ে উঠবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement