National News

জেল বন্দি ‘বাবা’র সঙ্গে দেখা করতে আসছেন না কেউই

সুনারিয়া জেল সূত্রে খবর, দিন পনেরো কেটে গেলেও ওই তালিকায় দেওয়া দশ জন তো দূরের কথা, গুরমিতের পরিবারের একজন সদস্যও দেখা করতে আসেননি।

Advertisement

সংবাদ সংস্থা

সিরসা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭ ১১:১১
Share:

গুরমিত রাম রহিম। ফাইল চিত্র।

ইতিমধ্যেই কেটে গিয়েছে পনেরোটা দিন। কখনও পায়চারি, কখনও অস্থির অস্থির ভাব। কখনও আবার জেলের দেওয়ালের দিকে তাকিয়ে নিজের মনেই বিড়বিড় করে চলেছেন গুরমিত রাম রহিম সিংহ। কিন্তু, এতগুলো দিন কেটে গেলেও ‘বাবা’র সঙ্গে দেখা করতে আসেননি তাঁর পরিবারের একজনও। এমনকী, দেখা মেলেনি তাঁর ‘দত্তক কন্যা’ হানিপ্রীত ইনসানেরও।

Advertisement

আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা কাটল দুই বোনের

বন্দি থাকাকালীন কার কার সঙ্গে দেখা করতে চান, তেমন ১০ জনের একটি তালিকা সুনারিয়া জেল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিলেন ডেরা-প্রধান। তালিকাতেও ছিল বেশ চমক। সেখানে প্রথম নামটিই হানিপ্রীত ইনসানের। রয়েছেন মা নসীব কাউর, ছেলে জসমিত ইনসান, পুত্রবধূ হুসানপ্রীত ইনসান, দুই মেয়ে অমরপ্রীত ও চরণপ্রীত–সহ পরিবারের আরও জনা কয়েক সদস্যের নাম। এমনকী, ডেরার চেয়ারপার্সন বিপাসনাও ওই তালিকায় জায়গা পেয়েছেন। কিন্তু, সব থেকে আশ্চর্য তালিকায় নাম নেই রাম রহিমের স্ত্রী হরজিৎ কাউরের।

Advertisement

আরও পড়ুন: ১১ মাসের ছেলেকে বিক্রি করে মোবাইল কিনলেন বাবা!

সুনারিয়া জেল সূত্রে খবর, দিন পনেরো কেটে গেলেও ওই তালিকায় দেওয়া দশ জন তো দূরের কথা, গুরমিতের পরিবারের একজন সদস্যও দেখা করতে আসেননি। দেখা মেলেনি ডেরা সচ্চা সৌদার অন্য সদস্যদেরও।

সিরসার পুলিশ সুপার অশ্বিন শেনভি জানিয়েছেন, রাম রহিমের পরিবারের সদস্যদের খোঁজ মিলছে না। গুরমিত তালিকায় যাঁদের নাম দিয়েছেন, বিপাসনা ছাড়া তাঁদের বেশিরভাগই পলাতক। রাম রহিম জেলে যাওয়ার পরেই ডেরা ছেড়ে পালিয়েছেন তাঁর পরিবারের অধিকাংশ সদস্য। এরই মধ্যে হানিপ্রীতের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে হরিয়ানা পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন