Letter of Opposition Parties

‘সংসদে বিশেষ অধিবেশন ডাকুন’! প্রধানমন্ত্রীকে চিঠি ১৬টি বিরোধী দলের, আলাদা হয়ে গেল আপ

পহেলগাঁও পরবর্তী পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনার জন্য বিশেষ অধিবেশনের দাবি প্রথম থেকেই তুলছে বিরোধীরা। কখনও কংগ্রেস, কখনও আবার তৃণমূল, আবার কখনও সিপিএম— আলাদা আলাদা ভাবে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। এ বার এক জোটে চিঠি দিল বিরোধীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৫:৩০
Share:

সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল ১৬টি বিরোধী দল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ বার একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল দেশের ১৬টি বিরোধী দল। দাবি, সংসদে বিশেষ অধিবেশনের। সেই অধিবেশনে যাতে খোলাখুলি আলোচনা করা যায়, তা নিশ্চিত করতে বলেছে বিরোধীরা। কী নিয়ে তারা আলোচনা চায়, তা-ও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে এই ১৬টি বিরোধী দলের তালিকায় নেই অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)! তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, আপ বুধবার আলাদা করে এ বিষয়ে চিঠি লিখবে প্রধানমন্ত্রীকে।

Advertisement

পহেলগাঁও কাণ্ড এবং তার প্রত্যাঘাত হিসাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গোটা দেশ তো বটেই, শোরগোল পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। পহেলগাঁও পরবর্তী পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনার জন্য বিশেষ অধিবেশনের দাবি প্রথম থেকেই তুলছে বিরোধীরা। কখনও কংগ্রেস, কখনও আবার তৃণমূল, আবার কখনও সিপিএম— আলাদা আলাদা ভাবে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। দাবি, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিহানা এবং তার পরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের বিষয়ে সবিস্তার আলোচনা হোক সংসদে।

এ বার বিরোধী দলগুলি একসঙ্গে চিঠি দিল মোদীকে। কী রয়েছে চিঠিতে, তার ব্যাখ্যা দিয়েছেন ডেরেক। তিনি জানান, পুঞ্চ, উরি, রাজৌরী নিয়ে খোলাখুলি আলোচনা চায় তারা। ডেরেকের কথায়, ‘‘সরকার সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। সংসদ জনগণের কাছে। সেই কারণেই আমরা সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানাচ্ছি।’’ কোন কোন দল মিলে মোদীকে চিঠি দিয়েছে, তা-ও জানানো হয়েছে। সেই তালিকায় দেশের ছোটবড় অনেক রাজনৈতিক দল থাকলেও নেই আপ। ডেরেক জানিয়েছেন, বুধবার আলাদা ভাবে তারা মোদীকে চিঠি দেবে। তবে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আরজেডি, সমাজবাদী পার্টি-সহ ১৬টি দলের সঙ্গে কেন তারা চিঠি লিখল না, তা স্পষ্ট নয়।

Advertisement

গত ২৭ মে সংসদের সেন্ট্রাল হলে তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদেরা বৈঠক করেছিলেন। সেই বৈঠকের পর তাঁরা সকলে মিলে মোদীকে চিঠি দিয়েছিলেন। দাবি ছিল একই— সংসদে বিশেষ অধিবেশন ডাকার। তৃণমূল সাংসদের আবেদন ছিল, বিদেশ সফর সেরে সংসদীয় প্রতিনিধিদল ফেরার পরে ওই অধিবেশনের আয়োজন করা হোক। একই মর্মে মোদী চিঠি দিয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। সিপিএমের তরফেও চিঠি দেওয়া হয়েছিল মোদীকে। উল্লেখ্য, পাকিস্তানকে সামরিক প্রত্যাঘাতের পরে মোদী সরকার বিশ্বের ৩৩টি দেশে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে। সরকারি সূত্রের খবর, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী এই সর্বদলীয় প্রতিনিধিদলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement