Supreme Court

‘আমার মা কোথায়?’ সুপ্রিম কোর্টে কড়া নাড়লেন অসমের যুবক, শোনা হবে আবেদন, জানাল শীর্ষ আদালত

দীর্ঘ দিন ‘ফরেনার্স ক্যাম্প’-এ বন্দি ছিলেন মনোয়ারা বেওয়া। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ দেয় মনোয়ারা-সহ বেশ কয়েক জনকে ‘ফরেনার্স ক্যাম্প’ ছেড়ে যেতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৫:৩৬
Share:

মায়ের খোঁজে সুপ্রিম কোর্টে অসমের যুবক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অসম সরকার ‘অবৈধ ভাবে’ তাঁর মাকে আটক করেছে। তার পর থেকে আর খোঁজ পাননি মায়ের। কোথায় আছেন প্রৌঢ়া, কোন অবস্থায় রয়েছেন, কোনও তথ্য না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অসমের এক যুবক। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, অসমের ২৬ বছরের যুবক ইউনিসের আবেদন শোনা হবে। অন্য দিকে, আবেদনকারী জানিয়েছেন, আদালতে তাঁর ‘নিখোঁজ’ মাকে উপস্থিত করুক সরকার।

Advertisement

দীর্ঘ দিন ‘ফরেনার্স ক্যাম্প’-এ বন্দি ছিলেন মনোয়ারা বেওয়া। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ দেয়, মনোয়ারা-সহ বেশ কয়েক জনকে ‘ফরেনার্স ক্যাম্প’ ছেড়ে যেতে হবে। বস্তুত, যাঁরা তিন বছরের অধিক সময়ে বন্দি ছিলেন, তাঁদের সকলকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। শর্তসাপেক্ষে ছাড়া পান মনোয়ারাও।

কিন্তু ২৬ বছরের পুত্রের ইউনুসের অভিযোগ, সেই বছরের ২৪ মে থানায় ডেকে পাঠানো হয় তাঁর মাকে। বলা হয়, তাঁর কিছু বয়ান রেকর্ড করানোর আছে। তার পর প্রৌঢ়াকে আবার আটক করা হয় বলে অভিযোগ। ইউনুস বলেন, ‘‘অসম সরকার আমার মা মনোয়ারা বেওয়াকে ন্যায়সঙ্গত শুনানি ছাড়াই বাংলাদেশে নির্বাসনের আগে অবৈধ ভাবে আটক করেছে।’’ তিনি জানান, থানায় যোগাযোগ করেছিলেন। পুলিশকে জানিয়েছিলেন, ওই মামলা এখনও বিচারাধীন এবং তাঁর মা জামিনে রয়েছেন। কিন্তু তাঁর কোনও কথা গ্রাহ্য করেনি পুলিশ। তার পর থেকে আর মায়ের খোঁজ পাননি তিনি।

Advertisement

সম্প্রতি সিনিয়র আইনজীবী কপিল সিব্বল হেবিয়াস কর্পাস রিট (আইনি আদেশ, যার মাধ্যমে বেআইনি ভাবে আটক বা বন্দিকে মুক্তি দেওয়া হয়) দাখিল করেছেন সুপ্রিম কোর্টে। তাঁর অভিযোগ, মহিলাকে অবৈধ ভাবে আটকে রেখেছে অসম সরকার। আদালত এই আবেদন গ্রাহ্য করেছে। তবে শুনানির তারিখ এখনও নির্ধারণ হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement