নগ্ন করে বেঁধে যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে কিশোরকে মারধর মদ্যপদের

এক কিশোরের পোশাক খুলে হাত-পা বেঁধে পাশবিক অত্যাচারের অভিযোগ উঠল এক দল মদ্যপ যুবকের বিরুদ্ধে। দক্ষিণ-পূর্ব দিল্লির ইন্দ্রপুরী এলাকার ঘটনা। এই ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ১০:২২
Share:

এক কিশোরের পোশাক খুলে হাত-পা বেঁধে পাশবিক অত্যাচারের অভিযোগ উঠল এক দল মদ্যপ যুবকের বিরুদ্ধে। দক্ষিণ-পূর্ব দিল্লির ইন্দ্রপুরী এলাকার ঘটনা। এই ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ-পূর্ব দিল্লির ডিসিপি সুরেন্দ্র কুমার জানিয়েছেন, ওই কিশোরের মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। তবে যৌন নির্যাতনের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

Advertisement

কিশোরের পরিবারের অভিযোগ, তার হাত-পা বেঁধে ব্যাপক অ্যাচার চালিয়েছে অভিযুক্তরা। শুধু তাই নয়, কিশোরের মলদ্বারে বিয়ারের বোতল ঢুকিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়। গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। এর পর ওই কিশোরকে নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানো হয়। পুরো ঘটনাটার ভিডিও করে লোকালয়ে ছড়িয়ে দেওয়ারও অভিযোগও উঠেছে। আরও অভিযোগ, এই ঘটনার পরই অপমানে বাড়িতে না ফিরে ওই কিশোর আত্মহত্যা করার চেষ্টা করে। গত বুধবার পুলিশের কাছে অভিযোগ জানায় পরিবারের লোকজন। তাঁদের অভিযোগের ভিত্তিতে ইন্দ্রপুরীর বস্তি এলাকা থেকে চার জনকে গ্রেফতার করে পুলিশ।

তবে পুলিশ জানিয়েছে, ভিডিওটি খতিয়ে দেখা হবে। তার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।

Advertisement

আরও পড়ুন...

পঠানকোটের ধাঁচে ভারতে হামলার ছক জইশের, গোয়েন্দা রিপোর্ট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement