আইএসএলে হাফলঙের ছেলে

অসমের ছোট্ট পাহাড়ি জেলার ছেলে বাউরিংডাও বড়ো এ বার আইএসএলে চেন্নাই এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। ১৭ বছরের বাউরিংডাও আইএসএলের সবচেয়ে কমবয়সী ফুটবলার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৭
Share:

অসমের ছোট্ট পাহাড়ি জেলার ছেলে বাউরিংডাও বড়ো এ বার আইএসএলে চেন্নাই এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। ১৭ বছরের বাউরিংডাও আইএসএলের সবচেয়ে কমবয়সী ফুটবলার। হাফলঙের তারকা ফুটবলার তথা অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের খেলোয়াড় বাউরিংডাওয়ের আইএসএলে চুক্তিবদ্ধ হওয়ার খবরে ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও জেলার মানুষ উল্লসিত।

Advertisement

যেখানে খেলাধূলার পরিকাঠামো বলতে কিছুই প্রায় নেই, নেই একটা ভাল মাঠ, সেখানে এই বড়োর সাফল্যকে বড় করে দেখতেই হবে। হাফলং শহরের অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা বাউরিংডাও অনুশীলনের জন্য ভাল জায়গাও পেত না। ছোট থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন। ছ’বছর বয়সে স্কুলেই ফুটবলে হাতেখড়ি। ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাইয়ে তাঁর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। নিজের চেষ্টা ও জেদই শেষ পর্যন্ত তাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছে। অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের হয়ে বিদেশে খেলে এসেছেন বাউরিংডাও।

তার বাবা জীবন বড়ো বলেন, ‘‘ছেলে অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে। এবার সিনিয়র জাতীয় দলের হয়েও ও দেশের প্রতিনিধিত্ব করুক—এটাই আমরা চাই।’’ ছেলের সাফল্যে উচ্ছ্বাসিত জীবনবাবু জানান, এবার আইএসএলে চেন্নাই এফসির জার্সি গায়ে বাউরিংডাও খেলবে, এর বেশি চাওয়ার আর কিছু নেই। সকলের চোখ এখন ওর সাফল্যের দিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement