এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
জোর করে চলন্ত অটোয় তুলে বছর ১৮-র তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ। সোমবার তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতর। এ দিকে, ঘটনার পর দু’দিন কেটে গেলেও এখনও ফেরার অভিযুক্তেরা। তিন অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে চেন্নাইয়ের কাছে কিলাম্বাক্কাম বাস স্ট্যান্ডের বাইরে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন ওই তরুণী। তখনই হঠাৎ একটি অটো তাঁর সামনে এসে দাঁড়ায়। তরুণীকে অটোয় বসতে বলেন চালক। তরুণী রাজি না হলে অটোচালক তাঁকে জোর করে টেনে অটোয় তুলে নেন। অভিযোগ, কিছু দূর যাওয়ার পরেই আরও দু’জন যুবক ওই গাড়িতে ওঠেন। এর পর ছুরি দেখিয়ে তিন জন মিলে তাঁকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। চলন্ত অটোর ভিতর থেকে তরুণীর চিৎকার শুনে পথচারীরাই পুলিশে খবর দেন। পুলিশের একটি দল গাড়িটিকে ধাওয়া করতে শুরু করলে রাস্তার ধারে তরুণীকে ফেলে দিয়ে অটো নিয়ে চম্পট দেন অভিযুক্তেরা। তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিন্রাজ্যের বাসিন্দা ওই তরুণী পরিযায়ী শ্রমিক। কর্মসূত্রে সালেমে থাকতেন তিনি। এই খবর প্রকাশ্যে আসার পরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতর। এম কে স্ট্যালিনের সরকারের সমালোচনা করে তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই বলেন, রাজ্যে যৌন নির্যাতন একটি ‘ভয়াবহ বাস্তবতা’ হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মাদকের রমরমা। এর পরেই পরিসংখ্যান উল্লেখ করে আন্নামালাই বলেন, ‘‘২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে মাদক মামলায় মোট গ্রেফতারির সংখ্যা ১১২২। অথচ, তার আগে ২০২১ সালে মাত্র এক বছরেই গ্রেফতার হয়েছিলেন ৯৬৩২ জন! তা হলে কি ইচ্ছাকৃতভাবে মাদক ব্যবসায়ীদের মদত দিচ্ছে তামিলনাড়ু সরকার?’’
উল্লেখ্য, গত বছরের শেষে চেন্নাইয়ের অন্না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। অন্না বিশ্ববিদ্যালয় তামিলনাড়ুর প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। তাই ওই ঘটনাকে কেন্দ্র করেও রাজনৈতিক তরজা শুরু হয় তামিলনাড়ুতে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসকদলকে সরাসরি দুষতে শুরু করে দেন বিরোধীরা। বিজেপি, এআইএডিএমকে, পিএমকে— সকলেরই নিশানায় ছিল মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল।