Coronavirus

কেরলে দু’টি স্কুলে করোনা-আক্রান্ত ১৯২ পড়ুয়া

স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের অর্ধেকের বেশিই কেরলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ০৭:০৩
Share:

প্রতীকী ছবি।

দেশের সার্বিক করোনা পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে বলেই দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। কিন্তু কেরলের অবস্থা এখনও উদ্বেগজনক। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের অর্ধেকের বেশিই কেরলে। মল্লপ্পুরমে দু’টি স্কুলে দশম শ্রেণির ১৯২ জন পড়ুয়া করোনা সংক্রমিত হয়েছে। কোভিড-১৯ রোগাক্রান্ত হয়েছেন ওই স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীরাও।

Advertisement

কেরলে কিছু দিন হল স্কুল খুলেছে। মূলত দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাই স্কুলে যাচ্ছে। গত ১ ফেব্রুয়ারি ৬৩৮ জন পড়ুয়ার করোনা পরীক্ষা হয়। তাতে দেখা যায়, মল্লপ্পুরম জেলার দু’টি স্কুলের মোট ১৯২ জন দশম শ্রেণির পড়ুয়া করোনা পজ়িটিভ। জেলা প্রশাসন সূত্রের খবর, একটি স্কুলে ১৪৯ জন দশম শ্রেণির পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে এবং আর একটি স্কুলের ৪৩ জন। দুই স্কুল মিলিয়ে ৭২ জন শিক্ষক-শিক্ষিকা কোভিড সংক্রমিত। জেলা স্বাস্থ্য আধিকারিক কে সাকিনা বলেন, ‘‘প্রথমে এক পড়ুয়ার করোনা ধরা পড়ে। তার পরে নিয়ম মেনে বাকিদেরও পরীক্ষা করা হয়। দু’টি স্কুল পাশাপাশি থাকায়, উভয় স্কুলের পড়ুয়াদের কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।’’

একটি জেলায় অন্তত ২০০ জন স্কুল পড়ুয়া করোনা আক্রান্ত হওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে, তা ঠিক করতে আজ বৈঠক করেন মল্লপ্পুরমের জেলাশাসক। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মূলত প্র্যাক্টিক্যাল ক্লাসের জন্যই স্কুলগুলিতে পড়ুয়াদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। দূরত্ববিধি মেনে ক্লাস হচ্ছিল সীমিত সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কেরলে ৬ হাজার ৭৫ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। গোটা দেশে ওই সময়ের মধ্যে কোভিড আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৩১ জন। দিন তিনেক ধরে করোনা আক্রান্ত হয়ে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও ১০০-র নীচে রয়েছে। সুস্থ হয়ে ওঠার হার ৯৭ শতাংশের বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement