National news

১৯৪ জন রাজনীতিক ভুল প্যান-তথ্য দিয়েছিলেন নির্বাচন কমিশনকে?

প্রাক্তন মুখ্যমন্ত্রীদের মধ্যে যাঁদের নাম এই তালিকায় রয়েছে, তাঁরা হলেন, অসমের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও ভূমিধর বর্মণ, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি, হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১৮:৫৪
Share:

দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর।—ফাইল চিত্র।

ভোটে লড়ার জন্য নির্বাচন কমিশনকে তাঁদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার (প্যান) সংক্রান্ত ভুল তথ্য দিয়েছিলেন দেশের ১৯৪ জন রাজনীতিক। ২০০৬ থেকে ২০১৬ সালের মধ্যে দেশের ওই ১৯৪ জন রাজনীতিকের মধ্যে রয়েছেন ২৩টি রাজ্যের ৬ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ১০ জন বর্তমান মন্ত্রী এবং ৮ জন প্রাক্তন মন্ত্রী। রয়েছেন ৫৪ জন বর্তমান ও ১০২ জন প্রাক্তন বিধায়ক। 'কোবরাপোস্ট' এই খবর দিয়েছে।

Advertisement

প্রাক্তন মুখ্যমন্ত্রীদের মধ্যে যাঁদের নাম এই তালিকায় রয়েছে, তাঁরা হলেন, অসমের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও ভূমিধর বর্মণ, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি, হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ।

বাদ পড়েনি কোনও বড় রাজনৈতিক দলই। তালিকায় বিজেপি-র নাম উঠেছে ৪১ বার, কংগ্রেসের ৭২ বার। রয়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, সংযুক্ত জনতা দল ও শরদ পওয়ারের দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-রও।

Advertisement

আরও পড়ুন- পুলিশেরও জুতো পরে, আগ্নেয়াস্ত্র নিয়ে পুরীর মন্দিরে ঢোকা উচিত নয়, মন্তব্য সুপ্রিম কোর্টের​

আরও পড়ুন- বর্ষশেষে পরীক্ষায় মোদী-শাহ, ৫ রাজ্যের ভোট ঘোষণা​

তালিকায় সবার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশের নাম। সংখ্যায় ওই রাজ্যের রাজনীতিকরাই সবচেয়ে বেশি প্যান-সংক্রান্ত ভুল তথ্য দিয়েছেন দেশের নির্বাচন কমিশনকে। ২৬টি ক্ষেত্রে। তার পরেই নাম রয়েছে মধ্যপ্রদেশ (১৭), বিহার (১৫), উত্তরাখণ্ড (১৪) ও অসম (১৩)-এর নাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন