ভুয়ো নথি, ধৃত ২

জাতীয় নাগরিকপঞ্জিতে ভুয়ো তথ্য দাখিলের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। করিমগঞ্জ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম কৃপেশ মালাকার ও সৈয়দ মাতাবুর রহমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৯:০৯
Share:

জাতীয় নাগরিকপঞ্জিতে ভুয়ো তথ্য দাখিলের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। করিমগঞ্জ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম কৃপেশ মালাকার ও সৈয়দ মাতাবুর রহমান। কৃপেশ তাঁর মেয়ে মাধবী মালাকারের জন্মের যে প্রমাণপত্র দাখিল করেছেন তা ভুয়ো। তার পরিপ্রেক্ষিতে তদন্তকারী অফিসার বীরমঙ্গল সিনহা কৃপেশবাবুকে গ্রেফতার করেন। জেরায় তিনি জানান, জন্ম-শংসাপত্রটি তিনি করিমগঞ্জ আদালতের মুহুরি সৈয়দ মাতাবুর রহমানের কাছ থেকে পেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement