Bribe

ঘুষ দিলে মিলবে জমি, গায়ে আগুন দুই কৃষকের

কিন্তু, পাঁচ ঘণ্টা কেটে গেলও দেখা করেননি বিধায়ক। পুলিশ জানিয়েছে, এর পরেই বিধায়কের কার্যালয়ের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগান তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

করিমনগর (তেলঙ্গানা) শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৭ ১৪:১৫
Share:

প্রতীকী ছবি।

দলিত ও দরিদ্র কৃষকদের স্বনির্ভরতার জন্য বিনামূল্যে জমি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সরকারি প্রকল্পের জমি পেতে গিয়ে হেনস্থা হলেন দুই কৃষক। তাঁদের কাছে ঘুষ চাওয়া হয় বলেও অভিযোগ। আর সে কথা স্থানীয় বিধায়ককে জানাতে গেলে তিনি তাদের সঙ্গে দেখাই করলেন না। এর পরই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই দুই কৃষক। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি। রবিবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে করিমনগর জেলায়।

Advertisement

সরকারি প্রকল্পের জমি পাওয়ার জন্য রাজস্ব অফিসে আবেদন জানিয়ে ছিলেন বছর পঁচিশের এম শ্রীনিবাস এবং ২৩ বছরের পরশুরামুলু। অভিযোগ, রাজস্ব অফিস থেকে জানানো হয়, জমি পেতে গেলে ২০ হাজার টাকা করে দিতে হবে। কিন্তু, সেই টাকা দেওয়ার সামর্থ ছিল না তাঁদের। এর পর গতকাল স্থানীয় বিধায়ক তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির আর বালাকৃষ্ণণের সঙ্গে দেখা করতে যান তাঁরা। কিন্তু, প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষা করলেও তাঁদের সঙ্গে দেখা করেননি বালাকৃষ্ণণ।

আরও পড়ুন: ছিনতাই রুখতে দিয়ে ট্রেন থেকে পড়ে মৃত মহিলা

Advertisement

হাসপাতালে চিকিৎসাধীন শ্রীনিবাস এনডি টিভিকে জানান, সকাল ১০টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত বিধায়কের অফিসের বাইরে তাঁরা অপেক্ষা করেন। প্রথমে জানানো হয়েছিল তিনি বৈঠকে ব্যস্ত। কিছু ক্ষণ অপেক্ষা করতে হবে। কিন্তু, পাঁচ ঘণ্টা কেটে গেলও দেখা করেননি বিধায়ক। পুলিশ জানিয়েছে, এর পরেই বিধায়কের কার্যালয়ের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগান তাঁরা।

আরও পড়ুন: জেলে কি নকল ‘বাবা’? ছবি দেখিয়ে প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়

এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের কৃষিমন্ত্রী ইটেলা রাজেন্দ্র বলেন, ‘‘তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কারও দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন