kerala

Crime: মাকে মারের হাত থেকে বাঁচাতে পিসেমশাইকে খুন! থানায় আত্মসমর্পণ দুই নাবালিকা বোনের

স্থানীয় সূত্রে খবর, পিসেমশাই বিভিন্ন অছিলায় নাবালিকাদের মায়ের উপর অত্যাচার চালাতেন। সে দিন দুই বোনের ধৈর্যের বাঁধ ভাঙতেই অঘটন ঘটে যায়!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১২:১৩
Share:

প্রতীকি ছবি।

পিসেমশাই বেধড়ক মারধর করছিলেন মাকে। কিছুতেই থামানো যাচ্ছিল না। শেষপর্যন্ত মাকে বাঁচাতে পিসেমশাইকেই মেরে ফেলল দুই নাবালিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরলের ওয়েনাড জেলায়। পিসেমশায়কে খুনের পর দুই নাবালিকা স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।

একটিই বাড়ি। তার একদিকে থাকেন পিসি। অন্য দিকে দুই নাবালিকাকে নিয়ে মা। অভিযোগ, পিসেমশাই মাঝে মাঝেই মায়ের উপর অত্যাচার করতেন। সে দিনও তেমনই চলছিল। পিসেমশাই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বেধড়ক মারছিলেন দুই নাবালিকার মাকে। নাবালিকারা পিসেমশাইকে আটকানোর চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত হাতের কাছে থাকা কাস্তে বসিয়ে দেয় তাঁর শরীরে। কী হয়েছে ঠিক বুঝতে না পারলেও বড় কিছু একটা ঘটে গিয়েছে, তা আঁচ করে দুই বোন দৌড়য় থানার দিকে। থানায় গিয়ে জানায়, পিসেমশাইকে কাস্তের কোপে খুন করে এসেছে তারা। হতবাক পুলিশ!

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃত পিসেমশাই বিভিন্ন অছিলায় নাবালিকাদের মায়ের উপর অত্যাচার চালাতেন। সে দিন দুই বোনের ধৈর্যের বাঁধ ভাঙতেই অঘটন ঘটে যায়। পুলিশ এসে পিসেমশাইয়ের দেহ উদ্ধার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement