National news

মার্কিন মহিলাকে শ্লীলতাহানি, ধৃত ২২ বছরের এনআরআই

আনমোল সিংহ খারবান্দা নামে ২২ বছরের ওই এনআরআই যুবক গুগলের সফট‌্ওয়্যার ইঞ্জিনিয়ার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ১০:৩৫
Share:

প্রতীকী ছবি।

এক মার্কিন মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক এনআরআই। দিল্লিতে তাজ ডিপ্লোম্যাটিক এনক্লেভ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আনমোল সিংহ খারবান্দা নামে ২২ বছরের ওই এনআরআই যুবক গুগলের সফট‌্ওয়্যার ইঞ্জিনিয়ার। কর্মসূত্রেই তিনি দিল্লির ওই হোটেলে উঠেছিলেন। গত সোমবার রাত ১০টা নাগাদ হোটেলে ৫২ বছরের এক মার্কিন মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়। খারবান্দা নিজেই ওই মহিলার সঙ্গে আলাপ জমান। তাঁর রুমে মহিলাকে আসার জন্য আমন্ত্রণও করেন।

পুলিশের কাছে মহিলার অভিযোগ, খারবান্দার রুমে গেলে তাঁর সঙ্গে জোরবজরদস্তি করতে শুরু করেন ওই যুবক। কোনওক্রমে তাঁকে ঠেলে ফেলে দিয়ে নিজের রুমে পালিয়ে আসেন মহিলা। তারপর সারারাত নিজেকে হোটেলের রুমে বন্দি করে রাখেন।

Advertisement

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা মেয়ে, ধর্ষণের পাঁচ মাস বাদে জানল মা

পর দিন তিনি চাণক্যপুরী পুলিশ স্টেশনে ওই যুবকের নামে শ্লীলতাহানির অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, এই অভিযোগের বিষয়ে কিছু টের পাননি ওই এনআরআই। ঘটনার পরদিন তিনি কর্মসূত্রে গুরুগ্রামে গিয়েছিলেন। ৯ জানুয়ারি কাজ সেরে হোটেলে ফিরলে তাঁকে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement