Netaji

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

ভারত ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় এক দিনের ম্যাচ রয়েছে আজ। দুপুর ২টো থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ০৮:১৪
Share:

প্রতীকী ছবি।

আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। এ রাজ্যের মতো সারা দেশ জুড়ে পালিত হচ্ছে এই দিনটি। তবে এখন নেতাজিকে নিয়েই বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে। ফলে আজ নেতাজির জন্মদিবস উপলক্ষে সমস্ত কর্মসূচির দিকে নজর থাকবে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম

Advertisement

আজ দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উন্মোচন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সকাল ১০টা থেকে ওই কর্মসূচি শুরু হওয়ার কথা। পাশাপাশি আজ প্রধানমন্ত্রী কী ভাষণ দেন সে দিকেও নজর থাকবে। এ ছাড়া এই দিনটিকে কেন্দ্র পরাক্রম দিবস হিসাবেও পালন করার কথা জানিয়েছে।

নেতাজির মূর্তিতে মাল্যদান মমতার

আজ নেতাজির জন্মদিবস পালন করার কথা জানিয়েছে রাজ্য সরকার। সেই মতো কলকাতার ময়দানে নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা নাগাদ ওই কর্মসূচি শুরু হবে।

নেতাজি জয়ন্তী পালন বাম ও কংগ্রেসের

আজ সকাল ১০টায় ধর্মতলায় নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন বাম নেতারা। এ ছাড়া বিধানভবনে বেলা ১১টায় নেতাজির জন্মদিন পালন করবে প্রদেশ কংগ্রেস।

গোয়া সফরে অভিষেক

তিন দিনের মাথায় আজ ফের গোয়া সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে আজ তাঁর যাওয়ার কথা সে রাজ্যে।

রাজ্যের করোনা পরিস্থিতি

১০ হাজারের নীচে নামতে শুরু করেছে রাজ্যের করোনা সংক্রমণ। শনিবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯১৯১। ওই দিন কলকাতা ও দার্জিলিঙে সংক্রমণের হার কিছুটা বেড়েছে। এমতাবস্থায় আজ রাজ্যের করোনা পরিস্থিতির দিকে নজর থাকবে।

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন গায়িকা লতা মঙ্গেশকর। এখন কিছুটা স্থিতিশীল রয়েছেন তিনি। লতা কেমন থাকেন আজ তা নজরে থাকবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ

ভারত ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় এক দিনের ম্যাচ রয়েছে আজ। দুপুর ২টো থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে।

অন্যান্য খেলা

আজ আইএসএল-এ এটিকে মোহনবাগান ও ওড়িশা এফসি-র খেলা রয়েছে। রাত সাড়ে ৯টা থেকে ওই খেলাটি শুরু হবে। এ ছাড়া আজ সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফাইনাল ম্যাচ রয়েছে। খেলবেন পিভি সিন্ধু ও মালবিকা বানসদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন