Hyderabad Death Case

খেলতে খেলতে র‌্যাকেট হাতে মুখ থুবড়ে পড়লেন ব্যাডমিন্টন কোর্টে, ২৬ বছর বয়সে হৃদ্‌রোগে মৃত্যু!

একটি বেসরকারি সংস্থার চাকরি করতেন গুন্ডলা। ছুটির দিনে নিয়ম করে ব্যাডমিন্টন খেলতে যেতেন একটি অ্যাকাডেমিতে। রবিবারও খেলতে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ২২:০৭
Share:

খেলার সময় আচমকা লুটিয়ে পড়লেন ২৬ বছরের যুবক! ছবি: সংগৃহীত।

ব্যাডমিন্টন খেলতে খেলতে হঠাৎ বুক চেপে ধরলেন। সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে পড়ে গেলেন কোর্টে। হাতে তখনও ব্যাডমিন্টন র‌্যাকেট। বন্ধুরা ছুটে গিয়েছিলেন। কোর্টের বিপরীত থেকে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় দৌড়ে যান ২৬ বছরের গুন্ডলা রাকেশের কাছে। কিন্তু আর ওঠেননি ওই যুবক। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।

Advertisement

সোমবার হায়দরাবাদ পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন গুন্ডলা। ছুটির দিনে নিয়ম করে ব্যাডমিন্টন খেলতে যেতেন একটি অ্যাকাডেমিতে। রবিবারও সেখানে গিয়েছিলেন তিনি। তার পর খেলার মাঝে ওই অঘটন।

জানা গিয়েছে, রবিবার ছিল ডাবলস ম্যাচ। খেলার আগে ঘাম ঝরিয়ে কোর্টে নামেন ২৬ বছরের ওই যুবক। খেলা শুরু হয়। জোরদার লড়াই হচ্ছিল। তার মাঝেই হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান গুন্ডলা। বন্ধুরা যাঁরা খেলা দেখতে গিয়েছিলেন তাঁরা ছুটে যান যুবকের কাছে। বুকে চাপ দিয়ে ওঠানোর চেষ্টা করা হয় গুন্ডলাকে। কিন্তু কাজ হয়নি। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গুন্ডলাকে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

তেলঙ্গানার খম্মাম জেলার থাল্লাডা গ্রামের বাসিন্দা ছিলেন গুন্ডলা। বাবা গুন্ডলা বেঙ্কটসরালু পঞ্চায়েত প্রধান। পুত্রশোকে কাতর ওই প্রৌঢ় কোনও প্রতিক্রিয়া দেওয়ার অবস্থায় নেই। ২৬ বছরের যুবকের এ ভাবে মৃত্যু মানতে পারছে না গোটা গ্রাম।

সোমবার হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন যুবক। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement