একই দিনে বাধ্য হয়ে লিভ ইন রিলেশনে গেলেন ২৯৭ জন!

টার্গেট ৩১৭ জনের। পূরণ হয়েছে মাত্র ২০। তাই বাকি ২৯৭ জনকে জোরজবরদস্তি লিভ ইন রিলেশনে যেতে বাধ্য করল ছত্তীসগঢ় সরকার! সরকারের নির্দেশ তাই আগামী ১ বছরের জন্য চান বা না চান তাঁদেরকে লিভ ইন রিলেশনেই থাকতে হবে। আজব এই কীর্তি করেছে ছত্তীসগঢ়ের চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। কেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ১৬:৩৯
Share:

টার্গেট ৩১৭ জনের। পূরণ হয়েছে মাত্র ২০। তাই বাকি ২৯৭ জনকে জোরজবরদস্তি লিভ ইন রিলেশনে যেতে বাধ্য করল ছত্তীসগঢ় সরকার! সরকারের নির্দেশ তাই আগামী ১ বছরের জন্য চান বা না চান তাঁদেরকে লিভ ইন রিলেশনেই থাকতে হবে। আজব এই কীর্তি করেছে ছত্তীসগঢ়ের চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। কেন?

Advertisement

চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এক কর্তা জানান, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য সরকারের একটি প্রকল্প রয়েছে। তাই সরকার থেকে গত বৃহস্পতিবার গণবিবাহের আয়োজন করা হয়েছিল। সুখী দাম্পত্য জীবন শুরু করার জন্য সরকার থেকে প্রতি যুগলকে ১৫ হাজার করে টাকাও দেওয়ার কথা। ২০১৫-১৬ এই আর্থিক বছরে ছত্তীসগঢ় সরকারের লক্ষ্য ছিল ৩১৭ জন। সেই অনুযায়ী ৩১৭ জন যুগলকে বেছেও নেওয়া হয়। ২০ জনের বিয়ে দেওয়া হয়। কিন্তু বাকি ২৯৭ জন সম্পর্কে কোনও তথ্য সেই মুহূর্তে উচ্চ কর্তৃপক্ষের কাছে জানাতে পারেননি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যেরা। তাই রীতি মেনে তাঁদের বিয়ে দেওয়া যায়নি। উপরন্তু তাঁদেরকে আগামী ১ বছরের জন্য লিভ ইন রিলেশনে যেতে বাধ্য করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন