ডাক্তারকে মারধরের অভিযোগে ধৃত তিন

মায়ের গর্ভে থাকা সন্তানের মৃত্যুর জেরে চিকিৎসকের উপর হামলার অভিযোগ উঠল প্রসূতির পরিজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার শিলচরের বেসরকারি একটি হাসপাতালে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ০৩:৫৪
Share:

মায়ের গর্ভে থাকা সন্তানের মৃত্যুর জেরে চিকিৎসকের উপর হামলার অভিযোগ উঠল প্রসূতির পরিজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার শিলচরের বেসরকারি একটি হাসপাতালে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃতদের মধ্যে রয়েছেন প্রসূতির স্বামী সৌমক রায়। অন্য দু’জন স্বপন মজুমদার এবং শুভম দাস।

Advertisement

সৌগত নারায়ণ দে নামে এক চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে ওই প্রসূতির পরিবারের লোকজনকে গ্রেফতার করা হয়েছে। সৌগতবাবু পুলিশকে জানিয়েছেন, মেহেরপুরের বাসিন্দা রোজি রায় তাঁর তত্ত্বাবধানেই ছিলেন। গত কাল তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই সোনোগ্রাফিতে ধরা পড়ে, গর্ভে থাকা অবস্থাতেই শিশুটির মৃত্যু হয়েছে। তার পরেই অস্ত্রোপচার করে তাকে বের করে আনার সিদ্ধান্ত নেন সৌগতবাবু।

তাঁর অভিযোগ, এর পরই আচমকা তাঁর উপর আক্রমণ করতে শুরু করে ওই মহিলার পরিবারের লোকজন। প্রহৃত হন চিকিৎসক রেহান মজুমদার-সহ ৭ জন হাসপাতাল কর্মীও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement