—প্রতিনিধিত্বমূলক ছবি।
স্কুলের সামনে এক ছাত্রের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ল তিন ছাত্র। এক জন তার বুকে ছুরির কোপ মারে। ওই অবস্থাতেই থানায় দৌড়োয় বছর পনেরোর ছাত্রটি। পুলিশ তাকে দেখে চমকে যায়। চটজলদি চিকিৎসার ব্যবস্থা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্য দিল্লির পাহাড়গঞ্জে। এই ঘটনায় তিন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আক্রমণকারী এবং আক্রান্ত প্রত্যেকেই নাবালক। সকলেরই বয়স ১৫ থেকে ১৬ বছর। গত ৪ সেপ্টেম্বর স্কুলের মধ্যে গন্ডগোল হয়েছিল তাদের। তার পরেই এই হামলার ঘটনা। বুকে ছুরিবিদ্ধ অবস্থায় ছেলেটি পাহাড়গঞ্জ থানায় গিয়ে বিচার চায়। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থা দেখে দিল্লির আরএমএল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা। বর্তমানে হাসপাতালে ভর্তি সে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, দিন পনেরো আগে তিন পড়ুয়া স্কুল থেকে বেরোচ্ছিল। তখন তাদের সঙ্গে মারামারিতে জড়ায় কয়েক জন পড়ুয়া। এর পর ‘প্রতিশোধ’ নেওয়ার জন্য তৈরি হচ্ছিল তিন জন। আক্রান্ত ছাত্রটিকে তারা ওই ‘আক্রমণকারী দলের’ বলে ভেবেছিল। স্কুলের গেট থেকে বেরোতেই তিন জন তাকে মারধর করে। এক জন তার বুকে গেঁথে দেয় ছুরি। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা করেছে।
তদন্তকারীরা জানাচ্ছেন, ১৫-১৬ বছরের পড়ুয়ারা মারামারি করবে বলে কাচের বোতলভাঙা এবং ছুরি নিয়ে স্কুল গেটের বাইরে অপেক্ষা করছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে। ধৃত তিন জন নাবালক। তাই তাদের জুভেনাইল কোর্টে হাজির করানো হবে।