মুম্বই-পুণে জাতীয় সড়কে ধসে মৃত ৩, আহত ২

আচমকা ধসে চলন্ত গাড়ির উপর পাথর চাপা পড়ে মৃত্যু হল তিন জনের। আহত দু’জন। রবিবার মুম্বই-পুণে জাতীয় সড়কের উপর ধস নামে। পুলিশ জানিয়েছে, এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ মুম্বই-পুণে জাতীয় সড়কের উপর আদোশি টানেলের কাছে রাস্তায় ধস নামে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ১৯:১৩
Share:

পিটিআইয়ের তোলা ছবি।

আচমকা ধসে চলন্ত গাড়ির উপর পাথর চাপা পড়ে মৃত্যু হল তিন জনের। আহত দু’জন। রবিবার মুম্বই-পুণে জাতীয় সড়কের উপর ধস নামে।

Advertisement

পুলিশ জানিয়েছে, এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ মুম্বই-পুণে জাতীয় সড়কের উপর আদোশি টানেলের কাছে রাস্তায় ধস নামে। ঘটনাস্থলটি পানভেল শহর থেকে ৩০ কিমি দূরে। ধসের ফলে পাহাড়ের উপর থেকে চলন্ত গাড়ির উপর বড় বড় বোল্ডার পড়তে থাকে। কিছু বুঝে ওঠার আগেই পাথরের ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় তিনটি গাড়ি। ঠিক টানেলের বাইরেই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে গাড়ির মধ্যে আটকে পড়েন আরোহীরা। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। আহত দু’জন ভর্তি রয়েছেন ওই হাসপাতালে। এখনও কয়েকটি গাড়ি ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়ে থাকতে পারে বলে অনুমান প্রশাসনের।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ধস নামার ফলে দীর্ঘ ক্ষণ রাস্তার উপর পড়ে ছিল বড় বড় বোল্ডার। রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয় জাতীয় সড়কের দু’দিকের লেন। দুপুরে দেড়টা নাগাদ পুণের দিকের রাস্তা খুলে দেওয়া হলেও বন্ধ থাকে মুম্বইয়ের দিকের রাস্তা। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে পুণের দিকের গাড়িগুলিকে পুরনো মুম্বই-পুণে জাতীয় সড়ক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। গত মাসেই প্রবল বৃষ্টিতে মুম্বই-পুণে জাতীয় সড়কের উপর ধস নেমেছিল। তখনও কয়েক দিন বন্ধ ছিল জাতীয় সড়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement