কাশ্মীরে ধৃত তিন

কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলার সময়ে জইশ জঙ্গিদের সাহায্য করার অভিযোগে দুই পাকিস্তানিকে পাকড়াও করল সেনা। উরির সেনাঘাঁটিতে হামলার সময়ে জঙ্গিরা স্থানীয় সাহায্য পেয়েছিল বলে আগেই সন্দেহ করেছিল সেনা।

Advertisement
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫২
Share:

কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলার সময়ে জইশ জঙ্গিদের সাহায্য করার অভিযোগে দুই পাকিস্তানিকে পাকড়াও করল সেনা। উরির সেনাঘাঁটিতে হামলার সময়ে জঙ্গিরা স্থানীয় সাহায্য পেয়েছিল বলে আগেই সন্দেহ করেছিল সেনা। এ বার ওই এলাকা থেকে দু’জনকে পাকড়াও করল যৌথ বাহিনী। সেনা সূত্রে খবর, ধৃতদের নাম আহসান খুরশিদ ও ফয়জল হুসেন আওয়ান। তারা পাক অধিকৃত কাশ্মীরের পোট্টা জাহাঙ্গির এলাকারই বাসিন্দা। গোয়েন্দাদের মতে, বছর দুই আগে আহসান ও ফয়জল জইশে যোগ দেয়। তাদের মধ্যে এক জন আবার উরি ঘাঁটিতে হামলার সময়ে জঙ্গিদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছিল বলেও মনে করছেন তাঁরা। অন্য দিকে শুক্রবার জম্মুর প্রাগওয়ালে আন্তর্জাতিক সীমান্তের কাছে ধৃত পাকিস্তানি নাগরিক লস্কর-ই-তইবার সদস্য বলে দাবি করল বিএসএফ। বিএসএফের তরফে জানানো হয়েছে, শুক্রবার ভোরে জম্মুর প্রাগওয়ালে সীমান্ত পেরনোর সময়ে এক জনকে পাকড়াও করে তারা। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, বছর বত্রিশের ওই ব্যক্তির নাম আব্দুল কায়ুম। পাকিস্তানের শিয়ালকোট জেলার পুল বাউজান গ্রামের বাসিন্দা আব্দুল লস্করের সদস্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement