National News

বর্ষবরণের রাতে হেনস্থার শিকার তিন বাইক আরোহী

হই-হুল্লোড়ের মাঝে রাস্তায় নৃত্যরত এক জনের গায়ে অনিচ্ছাকৃত ভাবেই সামান্য ধাক্কা লাগে বাইকটির। তাতেই বাইক আরোহীদের উপর ক্ষেপে ওঠে উন্মত্ত জনতা।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ২০:১৩
Share:

ছবি: সংগৃহীত।

বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে গণশ্লীলতাহানির অভিযোগ আগেই উঠেছিল। এ বার প্রকাশ্যে এল সে রাতের হেনস্থার আরও একটি ভিডিও। তাতে দেখা গিয়েছে, তিন মোটরবাইক আরোহীর উপর চড়াও হয়ে বেধড়ক পেটাচ্ছে এক দল যুবক। ২৭ সেকেন্ডের ওই ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েছে পুলিশ-প্রশাসন। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ৩১ ডিসেম্বর রাতে বেঙ্গালুরুর অভিজাত এলাকা ইন্দিরা নগর এলাকায় ওই ঘটনা ঘটছে। ভিডিওতে দেখা গিয়েছে, বর্ষবরণ উদ্‌যাপনে রাস্তা আটকে গানের তালে তালে উদ্দাম নাচে মেতে এক দল তরুণ-তরুণী। হঠাৎই সেখানে এসে পড়ে একটি মোটরবাইক। এক তরুণী-সহ তিন জন তাতে সওয়ার ছিলেন।

হই-হুল্লোড়ের মাঝে রাস্তায় নৃত্যরত এক জনের গায়ে অনিচ্ছাকৃত ভাবেই সামান্য ধাক্কা লাগে বাইকটির। তাতেই বাইক আরোহীদের উপর ক্ষেপে ওঠে উন্মত্ত জনতা। হুল্লোড় থামিয়ে রাস্তায় উপরে ফেলে ওই আরোহীদের মধ্যে দু’জনকে পেটাতে থাকেন এক জন যুবক। তাতে যোগ দেন আরও কয়েক জন। অভিযোগ, হেনস্থার শিকার হতে হয়েছে ওই তরুণীকেও।

Advertisement

আরও পড়ুন
দুঃস্বপ্নের মুম্বইতে ফিরে এল সে দিনের ছোট্ট মোশে

ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন হেনস্থার শিকার ওই তিন জন। পুলিশে অভিযোগ না জানালেও সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন এক যুবক। তাঁর দাবি, বাইক আরোহী ওই তরুণী আসলে তাঁর বোন। ভিড় দেখে ভয়ে মোটরবাইক থেকে নেমে পড়লেও তাঁকেও ছাড়েননি ওই যুবকেরা। তাঁর গালেও চড়থাপ্পড় মারতে থাকেন। ওই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন
হজে আর কোনও ভর্তুকি নয়, জানিয়ে দিল কেন্দ্র

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার টি সুনীল কুমার জানিয়েছেন, ওই ঘটনায় ধৃতদের মধ্যে অম্বরীশ নামে এক জনের বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়িত থাকার রেকর্ডও রয়েছে। ওই দু’জন ছাড়া অভিযুক্ত আরও তিন জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন