বন্যায় মৃত্যু বেড়ে ৩৩

বন্যায় ফের ২ জনের মৃত্যুর খবর মিলেছে। তাতে এ বছর বন্যায় মৃতের সংখ্যা পৌঁছল ৩৩-এ। প্রশাসনিক হিসেবে, রাজ্যের ১৯টি জেলায় বন্যাক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ লক্ষ। তার মধ্যে ত্রাণ শিবিরে রয়েছেন প্রায় ২ লক্ষ ৬৭ হাজার মানুষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৩
Share:

বন্যায় ফের ২ জনের মৃত্যুর খবর মিলেছে। তাতে এ বছর বন্যায় মৃতের সংখ্যা পৌঁছল ৩৩-এ। প্রশাসনিক হিসেবে, রাজ্যের ১৯টি জেলায় বন্যাক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ লক্ষ। তার মধ্যে ত্রাণ শিবিরে রয়েছেন প্রায় ২ লক্ষ ৬৭ হাজার মানুষ। ২ হাজার ২০০টি গ্রাম বানভাসি। ১ লক্ষ ৭৬ হাজার ৫৫৯ হেক্টর কৃষিজমি জলের তলায়। ফলনে যার বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। মোট ত্রাণ শিবিরের সংখ্যা ৩৮৫টি। ১৪৯টি ত্রাণ শিবির খোলা হয়েছে ডিব্রুগড় জেলায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement